Costly Mango: গাছে ফললো ১৫ কোটি টাকার আম, চিন্তায় ঘুম উড়তেই থানার দারস্থ মালিক!

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : আম হোক অথবা অন্য কোন ফল, গাছ লাগানোর পর প্রতিটি মালিক চান যাতে ভালো ফলন হয়। কিন্তু এবার ভালো ফলনের পাল্লায় পড়ে রাতের ঘুম উড়েছে এক মালিকের। তার এইভাবে ঘুম উড়ার মূলে রয়েছে বাগানের ১৫ কোটি টাকার আম (Costly Mango)। এমনকি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে চিন্তায় তিনি থানার দ্বারস্থ পর্যন্ত হয়েছেন।

বাগানে ১৫ কোটি টাকার আম গাছে ফলার এমন ঘটনাটি ঘটেছে বীরভূমে। গাছে দামি আমের কারণে রাতারাতি এইভাবে ঘুম উড়েছে রাজনগরের বাসিন্দা মান্নান খানের। দিন দুয়েক আগেই দুবরাজপুরের একটি মসজিদে এইরকম দামি একটি আম ১০৬০০ টাকায় নিলাম হয়। আর সেই খবর চারদিকে ছড়িয়ে পড়তেই রীতিমত মান্নান খান চিন্তায় পড়ে গিয়েছেন। কারণ তার বাগানে এই প্রজাতির আম একটি দুটি নয়, রয়েছে অজস্র। সব মিলিয়ে সব আমের দাম হবে ১৫ কোটি টাকা।

আসলে মান্নান খান তার বাগানে যে আম গাছ লাগিয়েছিলেন সেইগুলি হল জাপানের মিয়াজাকি আমগাছ (Miyazaki Mango)। এই প্রজাতির আম প্রতি কিলো, ২ লক্ষ ৫০ হাজার টাকা থেকে শুরু করে আরও বেশি দামে বিক্রি হয়ে থাকে। দামি এই আমের চার চারটি গাছে বিপুল পরিমাণ আম ফেলেছে রাজনগরের বাসিন্দা মান্নান খানের বাড়িতে।

আনুমানিক চার বছর আগে মান্নান খানের এক বন্ধু তাকে ১০ টি মিয়াজাকি আম গাছের চারা দিয়েছিলেন। সেই চারাগুলি মান্নান খান নিজের বাড়িতে লাগান। পরে ছয়টি চারা গাছ মারা গেলেও চারটি চারা গাছ এখন বড় গাছে পরিণত হয়েছে। সেই সকল গাছেই ফলছে অজস্র মিয়াজাকি আম। তবে আশ্চর্যের বিষয় হল মান্নান খান এতদিন জানতেনই না যে এই সকল আমের এত দাম।

দুবরাজপুরের মসজিদের আমটি ১০৬০০ টাকায় বিক্রি হওয়ার পর টনক নড়ে মান্নান খানের। এরপর তার থেকে জানা যায় তার বাড়িতে থাকা গাছগুলিতে এই বছর অন্ততপক্ষে ২০০ টি মিয়াজাকি আম চলেছে। যে সকল সমস্ত আমের ওজন হবে অন্ততপক্ষে ৬০ কিলো। হিসাব করলে দাম দাঁড়াচ্ছে ১৫ কোটি টাকা। এই পরিস্থিতিতে মান্নান বাবু নিজের গাছে ফলা দামি আমগুলি বাঁচানোর জন্য সিসিটিভি ক্যামেরা লাগানোর ভাবনা-চিন্তা করছেন, এর পাশাপাশি আম বাঁচাতে থানার দ্বারস্থ হওয়ার বিষয়েও ভাবনা-চিন্তা শুরু করেছেন।