Madhyamik 2024 Scrutiny Result: বোঝো কান্ড! মাধ্যমিকের রেজাল্টে বড় গলদ, ১২ হাজার পরীক্ষার্থীর নম্বরের যোগেই ভুল

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik 2024 Result) প্রকাশ পেয়েছে গত ২ মে। এই বছর ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হওয়ার পর তা শেষ হয় ১২ ফেব্রুয়ারি এবং পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হয়। আবার পরীক্ষার ফলাফল প্রকাশ করার দু’মাসের মাথায় প্রকাশ করা হলো রিভিউ ও স্ক্রুটিনির রেজাল্ট (Madhyamik 2024 Scrutiny Result)।

শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই বছরের মাধ্যমিক পরীক্ষার রিভিউ ও স্ক্রুটিনির রেজাল্ট প্রকাশ করা হয়। এই রেজাল্ট প্রকাশ পাওয়ার পর রীতিমত হতবাক হওয়ার মতো ঘটনা সামনে এসেছে। কেননা রিভিউ ও স্ক্রুটিনির রেজাল্ট প্রকাশ করার পর দেখা যায় ১২৪৬৮ জনের মাধ্যমিকের খাতায় ভুল। এই বিপুলসংখ্যক মাধ্যমিক পরীক্ষার্থীর খাতায় ভুল ধরা পড়েছে কেবলমাত্র যোগের ক্ষেত্রে।

রিভিউ এবং স্ক্রুটিনির পর দেখা গিয়েছে পরীক্ষার্থীদের ২২ নম্বর পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ২২ পর্যন্ত নম্বর বৃদ্ধি পাওয়ার ফলে অনেক পরীক্ষার্থী রয়েছেন যাদের র‍্যাঙ্ক পরিবর্তন হয়েছে। র‍্যাঙ্ক পরিবর্তন হওয়া পরীক্ষার্থীর সংখ্যা ৪। মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে ফলাফলে এতটা ভুলভ্রান্তি এর আগে কোন বছর দেখা গিয়েছে কিনা সচরাচর মনে করতে পারছেন না রাজ্যের মানুষেরা। অন্যদিকে এই ফলাফলের পরিবর্তনের ফলে প্রথম দশের মেধা তালিকায় ঢুকে পড়ল আরও ১০ জন।

আরও পড়ুন 👉 Madhyamik Exam 2025 Routine: কবে শুরু, কবে শেষ! সামনে এলো ২০২৫ এর মাধ্যমিকের চূড়ান্ত রুটিন

চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার রিভিউ ও স্ক্রুটিনির ক্ষেত্রে তৎকাল পরিষেবা এনেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যে কারণে উচ্চমাধ্যমিকের অনেক পরীক্ষার্থীরা বেশি টাকা দিয়ে এই সুবিধা লাভ করেছেন। উচ্চ মাধ্যমিকের স্ক্রুটিনির ক্ষেত্রেও দেখা গিয়েছে মেধাতালিকায় ঢুকেছিল ১২ জন। তাদেরও বিভিন্ন বিষয়ে নম্বর বেড়েছিল। তবে সেই সংখ্যাটা কখনোই মাধ্যমিক পরীক্ষার রিভিউ ও স্ক্রুটিনি রেজাল্টের মত নয়।

অন্যদিকে শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিনও জানিয়ে দেওয়া হয়। আগে মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করা হতো যেদিন মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতো সেই দিন। তবে এই বছর রীতির বাইরে গিয়ে রিভিউ ও স্ক্রুটিনি রেজাল্ট প্রকাশের দিন আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করা হলো। রুটিন অনুযায়ী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি এবং শেষ হবে ২২ ফেব্রুয়ারি।