X on Smart TV: রাতের ঘুম উড়ল ইউটিউবের! বাজার ধরতে এলন মাস্ক আনছে নতুন অ্যাপ

Antara Nag

Published on:

Advertisements

Elon Musk’s X is going to be launched on Smart TV: ইউটিউবকে টেক্কা দিতে নয়া পরিকল্পনা এলন মাস্কের। স্মার্ট টিভিতে আনতে চলেছে এক নতুন বিনোদন জগত। খুব শীঘ্রই স্মার্ট টিভিতে লঞ্চ করতে চলেছে এক নতুন অ্যাপ। যার নাম এক্স অ্যাপ। দীর্ঘ সময় ভিডিও দেখার জন্য এবার ইউটিউবকে পিছনে ফেলবে এলন মাস্কের এই ভাবনা। ছোটো স্ক্রিনের পাশাপাশি এবার বড় স্ক্রিনেও (X on Smart TV) দেখা যাবে এই অ্যাপের সমস্ত বিষয়।

Advertisements

রিপোর্ট অনুযায়ী, প্রথমে সব স্মার্ট টিভিতে (X on Smart TV) এই লঞ্চ করা হবে না। প্রথমে অ্যামাজন এবং স্যামসাং স্মার্ট টিভিগুলিতে এলন মাস্কের এই নয়া ভাবনা প্রদর্শিত হবে। যা ব্যবহারকারীদের দারুন উৎসাহ দেবে। সাথে ছোট স্ক্রিনের পাশাপাশি এবার বড় স্ক্রিনে এই নতুন অ্যাপ দেখা গেলে তার জনপ্রিয়তা বারবার বলে আশা করা যায়।

Advertisements

তবে চিন্তায় পড়বে ইউটিউব সহ আরো অন্যান্য অ্যাপগুলি। প্রসঙ্গত এতদিন ধরে সোশ্যাল মিডিয়া জগতে শীর্ষস্থানে রয়েছে ইউটিউব। স্মার্ট টিভি সহ জায়গাতেই আধিপত্য বিস্তার করে রয়েছে ইউটিউব। তবে এবার এলেন মাস্কের এই নয়া ভাবনা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে ইউটিউবকে। প্রভাবিত হতে পারে ইউটিউবের ভিউয়ার্সিপ।

Advertisements

আরও পড়ুন ? Social Media New Rules: ফেসবুক, ইউটিউবে এই একটি কাজ করলেই গুনতে হবে মোটা টাকা জরিমানা, মার্চে আসছে বড় বদল

শুধু ইউটিউব নয়, সোশ্যাল মিডিয়া অডিয়েন্সদের রাশ টানতে অন্যান্য প্ল্যাটফর্মগুলিকেও টেক্কা দেবে এই অ্যাপ। সেই কারণেই স্মার্ট টিভিতে এই নতুন অ্যাপ (X on Smart TV) লঞ্চ করার পদক্ষেপ নিল এলন মাস্ক। যার ফলে দীর্ঘসময়ের ভিডিও দেখার জন্য অনেকেই বড় স্ক্রিনে এই প্ল্যাটফর্ম ব্যবহার করবে। তবে টেসলা প্রধান তরফে এই বিষয়ে পরিষ্কার কোনো খবর আসেনি। অপরদিকে বিদেশি টেক সংবাদমাধ্যমগুলোতে প্রকাশ্যে এসেছে এক্স অ্যাপ লঞ্চ করার খবর।

প্রসঙ্গত এই এক্স অ্যাপ হল টুইটার। যা ২০২২ সালে নিজের অধীনে নেওয়ার পর এলন মাস্ক নাম পরিবর্তন করে এক্স নাম দেন। এতদিন ধরে স্মার্ট ফোনে অনেকেই ব্যবহার করে আসছেন। যেখানে ভিডিও, খেলা জগত, বিনোদন জগতসহ বিশ্বের নানা ধরনের খবর প্রকাশিত হয়। তবে তা এতদিন ছোট স্ক্রিনে দেখা হচ্ছিল। এবার সেই সব কন্টেন্ট বড় স্ক্রিনে দেখার পরিকল্পনা করল এলন মাস্ক। পাশাপাশি চালু করল মানিটাইজেশন পদ্ধতি। কবে তা স্মার্ট টিভিতে (X on Smart TV) লঞ্চ হবে তা জানানো হয়নি। তবে এলন মাস্কের এই নয়া পরিকল্পনা লঞ্চ হলে সোশ্যাল মিডিয়া অডিয়েন্সদের কতটা আকর্ষন করতে পারে সেটাই দেখার।

Advertisements