আধলা ইঁটের মত কম্পিউটার, সুপারফাস্ট প্রসেসর, একগুচ্ছ ফিচার, চমক দিল Xiaomi

Antara Nag

Published on:

Advertisements

গত রবিবার লঞ্চ হয়েছে শাওমি মিনি পিসি। কোম্পানির লেটেস্ট লঞ্চ ইভেন্ট থেকে এই প্রোডাক্টটিকে বাজারে এনেছে চিনা সংস্থাটি। কোম্পানির তৈরি এই প্রথম মিনি কম্পিউটারে রয়েছে Intel 12th Gen Core i5 CPU। এই প্রসেসরে রয়েছে ১২ কোর ও ১৬ থ্রেডের হেটারোজেনাস ডিজাইন। এটির প্রসেসর সর্বোচ্চ 4.4 GHz ক্লক স্পিডে ছুটবে। এর সঙ্গে আছে ১৬ জিবি RAM। এই মিনি কম্পিউটারে চলবে Windows 11 অপারেটিং সিস্টেম।

Advertisements

আপাতত শুধুমাত্র চিনে লঞ্চ করা হয়েছে শাওমি মিনি পিসি। প্রতিবেশী দেশগুলির জন্য এই মিনি কম্পিউটারের দাম ধার্য করা হয়েছে ৩৯৯৯ ইউয়ান মানে ভারতীয় মুদ্রায় প্রায় ৪৭,৪০০ টাকা। ৫১২ জিবি ইন বিল্ট স্টোরেজে এই মিনি কম্পিউটারটি কেনা যাবে। যদিও কোনও স্টোরেজ ছাড়া একটি সস্তার ভেরিয়েন্টও লঞ্চ করেছে শাওমি। সেই ভেরিয়েন্টটির দাম ২৯৯৯ ইউয়ান অর্থাৎ প্রায় ৩৫,৫০০ টাকা।

Advertisements

ইতিমধ্যেই ৫১২ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের কম্পিউটারটি বিক্রি শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে স্টোরেজ ফ্রি ভেরিয়েন্টের বিক্রি শুরু হতে চলেছে ১৪ ডিসেম্বর থেকে। আপাতত শুধু মাত্র কালো রঙেরই এই মিনি কম্পিউটার অর্ডার করা যাবে। শাওমির এই লেটেস্ট কম্পিউটারে রয়েছে Intel 12th Gen Core i5 প্রসেসর। এই প্রসেসরের সর্বোচ্চ ক্লক স্পিড 4,4 GHz। সঙ্গে রয়েছে Inter Iris XE গ্রাফিক্স (80 UEs)। চাইলে এক্সটারনাল গ্রাফিক্স কার্ড কানেক্ট করা যেতে পারে এই ডিভাইসে। এছাড়াও এক্সটারনাল হার্ড ড্রাইভ কানেক্ট করার জন্যেও এতে আছে বিশেষ পোর্ট।

Advertisements

শাওমি জানিয়েছে যে, কোম্পানির তৈরি এই প্রথম মিনি কম্পিউটারে থাকছে Windows 11 অপারেটিং সিস্টেম। যদিও চাইলে Ubuntu, OpenWRT, UNRAID অথবা EXSI অপারেটিং সিস্টেমেও এই কম্পিউটারে ইনস্টল করা যাবে। ২টি স্টোরেজ ভেরিয়েন্টেই থাকছে ১৬ জিবি RAM। একটি ভেরিয়েন্টের ৫১২ জিবি PCIe 4.0 SSD দিয়েছে Xiaomi। এই ভেরিয়েন্টের ৩২ জিবি RAM আপগ্রেড করার অপশনও আছে। তা ছাড়াও আপনি চাইলে ৪ টিবি পর্যন্ত SSD কানেক্ট করতে পারবেন।

প্রসেসরটিকে ঠান্ডা রাখার জন্য শাওমি মিনি পিসি-তে রয়েছে একটি ৪৬০০ RPM ফ্যান। আর এর সঙ্গে রয়েছে ডুয়াল পাইপ হিটসিঙ্ক। শাওমি একটি অ্যালুমিনিয়াম ইউনিবডি কেসের মধ্যে এই মিনি কম্পিউটার বিক্রি করবে বলে জানা গেছে। কানেক্টিভিটির জন্য রয়েছে Bluetooth 5.3, Wi-Fi 802.11ax সাপোর্ট। আর রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক। এছাড়াও ৩টি USB 3.4Type A Gen 2 পোর্ট, একটি USB Type-A 2.0 পোর্ট ও 2টি Thunderbolt 4 পোর্ট দিচ্ছে শাওমি। রয়েছে ২টি HDMI পোর্ট ও একটি ইথারনেট পোর্ট। এই ছোট্ট পি সি-র আয়তন 112×112×38 mm ও ওজন ৪৩৭ গ্রাম।

Advertisements