Yamaha R15M: Yamaha এর এই বাইকে পাবেন কার্বন ফাইবার প্যাটার্ন, মন জয় করতে বাধ্য গ্রাহকদের

Prosun Kanti Das

Published on:

Advertisements

Yamaha R15M: ভারতীয় মার্কেটে বাইকের চাহিদা অনেকটাই বেশি। ভারতীয় ক্রেতাদের মধ্যে একঘেয়েমি দূর করার জন্য মার্কেটে ইয়মাহা লঞ্চ করলো তার নতুন বাইক, যার নাম হলো আর১৫এম (Yamaha R15M)। বাইকটিতে পেয়ে যাবেন দুর্ধর্ষ ফিচারস। যদি দীর্ঘদিন ধরে প্ল্যান করে থাকেন টু হুইলার কিনবেন তাহলে অবশ্যই এই বাইকটি কিনতে পারেন। বিস্তারিত জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে।

Advertisements

কার্বন ফাইবার প্যাটার্ন যুক্ত ইয়মাহার এই মডেলের (Yamaha R15M) এক্স-শোরুম মূল্য ২.০৮ লক্ষ টাকা। গাড়িটির বিশেষ বৈশিষ্ট্য হলো ফুল কার্বন ফাইবার R1M থেকে অনুপ্রাণিত হয়ে নয়া ডিজাইনের এই বাইকটি তৈরি করেছে সংস্থা। গ্রাহকদের আকৃষ্ট করার জন্য এই বাইকে রাখা হয়েছে দুর্দান্ত অত্যাধুনিক বৈশিষ্ট্য।

Advertisements

Yamaha R15M-এর (Yamaha R15M) ডিজাইনে আনা হয়েছে সামান্য কিছু পরিবর্তন এবং ফিচারে যুক্ত হয়েছে টার্ন-বাই-টার্ন নেভিগেশন যুক্ত টিএফটি ডিসপ্লে, ভলিউম এবং মিউজিক কন্ট্রোল। অত্যাধুনিক এই বৈশিষ্ট্যগুলো ব্লুটুথ-এর মাধ্যমে ইয়ামাহা Y-কানেক্ট অ্যাপের সঙ্গে সংযুক্ত করে তবে নিয়ন্ত্রণ করা যাবে।

Advertisements

আরো পড়ুন: কমছে খরচ বাড়ছে জনপ্রিয়তা, বাজার কাঁপাচ্ছে ইলেকট্রিক স্কুটার।

ভারতীয় মার্কেটে চলতি বছর ভারত মোবিলিটি এক্সপো-তে কার্বন ফাইবার প্যাটার্ন যুক্ত R1M ও R15M দুটি বাইক প্রকাশ্যে এনেছে ইয়ামাহা। কোম্পানি ‘ওয়াটার ডিপিং টেকনিক’-এর মাধ্যমে এই প্যাটার্ন তৈরি করেছে। তারা দাবি করেছে যে এই নয়া বাইককে একবারে কার্বন ফাইবারের ন্যায় ফিনিশিং দেওয়ার চেষ্টা করা হয়েছে।

নতুন এই বাইকটিতে কোম্পানি শুধুমাত্র কিছু নতুন ফিচারস অ্যাড করেছে নাহলে কারিগরিতে সেভাবে পরিবর্তন আনা হয়নি। একেবারে আগের মতোই এই টু হুইলারে আপনি পেয়ে যাবেন ১৫৫ সিসি, লিকুইড-কুল্ড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। এটি থেকে ১০,০০০ আরপিএম গতিতে ১৮ বিএইচপি শক্তি এবং ৭,৫০০ আরপিএম গতিতে ১৪.২ এনএম টর্ক উৎপন্ন হয়। বাইকটির মোটরের সঙ্গে সংযুক্ত আছে ৬-গতির গিয়ারবক্স এবং কুইক-শিফটার। বাইকটি গ্রাহকরা পেয়ে যাবেন সিলভার কালারে এবং মডেলটির এক্স-শোরুম মূল্য ১.৯৮ লক্ষ টাকা।

Advertisements