বিজেপিতে নুসরতের খাস বন্ধু যশ, তালিকায় আরও এক ঝাঁক টলি তারকা

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বিধানসভা নির্বাচনের আগে দলবদলের পালা চলার পাশাপাশি একাধিক টলি তারকাকে সরাসরি রাজনীতির আঙ্গিনায় আসতে দেখা যাচ্ছে। আর সেই ধারাবাহিকতা বজায় রেখে বুধবার সকাল থেকেই কানাঘুষা ছড়িয়ে পড়েছিল নুসরতের খাস বন্ধু যশ দাশগুপ্ত আজই বিজেপিতে নাম লেখাবেন। আর সেই খবরকে সত্যি করেই বিকাল গড়াতেই বিজেপির খাতায় নাম লেখালেন যশ। যশ ছাড়াও এদিন এই তালিকায় দেখা গেল আরও এক ঝাঁক টলি তারকাকে।

বুধবার বিকালে কলকাতার একটি বিলাসবহুল হোটেলে বিজেপির দলীয় পতাকা তুলে নেন যশ দাশগুপ্ত। তার হাতে দলের পতাকা তুলে দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় এবং রাজ্যের পর্যবেক্ষক বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এর পাশাপাশি এদিন বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন বর্ষিয়ান টলি অভিনেত্রী পাপিয়া অধিকারী। এছাড়াও রয়েছেন সৌমিলি বিশ্বাস, শর্মিলা ভট্টাচার্য, মল্লিকা বন্দ্যোপাধ্যায়, অতনু রায়।

যশ দাশগুপ্ত জনপ্রিয়তা পান ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর মিমি চক্রবর্তী এবং নুসরতের সাথে বেশ কয়েকটি ছবিতে অভিনয়ও করেছেন। দিন কয়েক ধরে নুসরতের সাথে তার সম্পর্ক নিয়ে চরম জলঘোলা হয় টলিপাড়ায়। তবে এদিন বিজেপিতে যোগ দেওয়ার পর যশ দাশগুপ্ত জানান, “নুসরত আমার ভালো বন্ধু। ও নিজের মতাদর্শ নিয়ে নিজের মত রাজনীতি করে আর আমি আমার মতাদর্শ নিয়ে বিজেপিতে যোগ দিলাম।”

[aaroporuntag]
অন্যদিকে পাপিয়া অধিকারী দীর্ঘদিন ধরেই বাংলা সিনেমা জগতের অন্যতম অভিনেত্রী। সোনার সংসার, প্রতিজ্ঞা, প্রতীক সহ একগুচ্ছ ছবিতে তিনি অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম ছবি সোনার সংসার রিলিজ ১৯৮৫ সালে। আর ধীরে ধীরে এই সকল অভিনেতা-অভিনেত্রীদের গেরুয়া শিবিরে ঝুঁকে পড়া বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরকে যথেষ্ট অক্সিজেন দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।