Yatri Sathi App: শুধু কলকাতা নয়, এবার শিলিগুড়িতেও যাত্রীসাথী অ্যাপ! পরিষেবা মিলবে এই সকল রুটে

Prosun Kanti Das

Published on:

Yatri Sathi App service will be available on all routes in Siliguri: ২০২৩ সালে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১টি ক্যাব পরিষেবা চালু করেন। যার নাম যাত্রী সাথী অ্যাপ ক্যাব (Yatri Sathi App) কলকাতার রাস্তায় ট্যাক্সি ভাড়া নিয়ে সমস্যার কথা বহুদিন ধরেই শোনা যাচ্ছে। নির্দিষ্ট গন্তব্যে যাবার ক্ষেত্রে ট্যাক্সিগুলির যেতে না চাওয়াও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। বহু মানুষ নিজেরাই এই সমস্যা ভুক্তভোগী হয়ে চলেছেন বহুদিন ধরে। অন্য অ্যাপ ক্যাবের পরিষেবা পাওয়া গেলেও সেখানেও ইচ্ছেমত চার্জ নেওয়া হয়। নন রিফিউজাল ট্যাক্সি পরিষেবা চালু করা হলেও তেমন কোন উন্নতি হয়নি পরিষেবায়। তাই এই সমস্ত সমস্যা মেটাতে চালু করা হয়েছিল যাত্রী সাথী অ্যাপ ক্যাব।

সাধারণ মানুষ যাতে এই অ্যাপ ক্যাব ভাড়া করতে পারেন সেই উদ্দেশ্য নিয়েই চালু করা হয়েছিল যাত্রী সাথী অ্যাপ (Yatri Sathi App)। গত বছর কলকাতার বুকে এই পরিষেবা চালু করা হয়। কলকাতায় যথেষ্ট সাফল্য পাবার পর এবার পালা শিলিগুড়ির। উত্তরবঙ্গের সদর শহর শিলিগুড়িতে খুব শীঘ্রই চালু করা হবে যাত্রীসাথী অ্যাপ ক্যাব। ২০২৪ শের জুলাই মাস থেকে এই পরিষেবা চালু করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই পরিষেবা শিলিগুড়িতে ২টি ভাগে বিভক্ত করা থাকবে। ১টি শিলিগুড়ি অর্থাৎ নিউ জলপাইগুড়ি রেল স্টেশন, শিলিগুড়ি জংশন, তেনজিং নোরগে বাস টার্মিনাস এবং বাগডোগরা বিমানবন্দর এই মূল ৪টি জায়গাকে ঘিরে দেওয়া হবে পরিষেবা। আর দ্বিতীয় বিভাগ টি চালু করা হবে শিলিগুড়ি সংলগ্ন আশপাশের বিভিন্ন এলাকায় যাতায়াত করার জন্য।

উত্তরবঙ্গ পর্যটন শিল্পের জন্য বিখ্যাত। প্রতিদিন বহু মানুষ দার্জিলিং বা তৎসংলগ্ন বিভিন্ন জায়গায় যাবার জন্য ব্যবহার করেন শিলিগুড়ির মূল অংশটিকে। তাছাড়া অনেকেই নেপাল থেকে ভারত যাতায়াত করার জন্যও ব্যবহার করেন বাগডোগরা বিমানবন্দর। প্রতিদিন এই এলাকাগুলিতে সব থেকে বেশি জনসমাগম হতে দেখা যায়। স্টেশন বা এয়ারপোর্টে নামার পর সেখান থেকে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য গাড়ি ভাড়া পাওয়া একটা সমস্যা হয়ে দাঁড়ায় যাত্রীদের কাছে। সেই সমস্যা মেটাতে হাজির হয়েছে যাত্রা সাথী অ্যাপ (Yatri Sathi App) ক্যাবগুলি। ২০২৩ সালের অক্টোবর মাসে কলকাতার বুকে চালু করা হয়েছিল এই অ্যাপ ক্যাব পরিষেবা। এখন আর কলকাতার রাস্তায় গাড়ি ভাড়া পাওয়া নিয়ে কোন সমস্যায় পড়তে হয় না যাত্রীদের। এখন থেকে উত্তরবঙ্গের মূল শহর শিলিগুড়ির স্থানীয়রা এমনকি পর্যটকরাও পাবে নতুন এই অ্যাপ ক্যাবগুলির সুবিধা। যাত্রী ভোগান্তির সমস্যা কিছুটা হলেও কমানো সম্ভব হবে এই অ্যাপ ক্যাবের মাধ্যমে।

আরও পড়ুন 👉 New Law For India: মেসেজে FIR, ১০ বছর জেল, ১০ লক্ষ টাকা জরিমানা! ভারতের চালু হল নতুন আইন

শিলিগুড়ির বহু গাড়ি চালক ইতিমধ্যে এই অ্যাপের সঙ্গে রেজিস্ট্রেশন করা শুরু করে দিয়েছেন। একটা প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে। শিলিগুড়ি এলাকায় অ্যাপ ক্যাব চালু হচ্ছে, তার মানে কি দার্জিলিং পাহাড়ে যাওয়া যাবে অ্যাপ ক্যাবের সাহায্যে? হ্যাঁ, একদমই তাই। এবার দার্জিলিং পাহাড়ে ওঠার জন্য পাওয়া যাবে অ্যাপ ক্যাব পরিষেবা। যেকোনো জায়গায় যাতায়াত করা যাবে যাত্রী সাথী অ্যাপ ক্যাবের (Yatri Sathi App) মাধ্যম। শিলিগুড়ির মধ্যে হোক, শিলিগুড়ি থেকে শহরের বাইরে অন্য কোন গন্তব্য হোক অথবা দার্জিলিং ঘুরতে যাওয়া হোক সব রকম সুবিধাই দেবে নতুন যাত্রী সাথী অ্যাপ ক্যাব পরিষেবা। কর্তৃপক্ষের দাবি এই অ্যাপ ক্যাব চালু হলে একদিকে যেমন যাত্রীরা সুবিধা পাবে তেমনই উপকৃত হবে গাড়ির চালকরাও।

পাহাড়ে যাবার জন্য গাড়ি বুক করলে অনেক সময় অতিরিক্ত ভাড়া চেয়ে বসতেন গাড়ির চালকরা। এবার সেই সমস্যা মিটবে। প্রত্যেকটি অ্যাপ ক্যাবের জন্য নির্দিষ্ট দূরত্বে, নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করার থাকবে। এর বাইরে ভাড়া চাইতে পারবেনা গাড়ির চালকরা। তবে কলকাতায় যে ভাড়ায় এই ক্যাবগুলি পাওয়া যায় একই ভাড়ায় শিলিগুড়িতে হয়তো পাওয়া যাবে না। ভাড়ার ক্ষেত্রে কিছুটা তরতম্য থাকার সম্ভাবনা রয়েছে। কতগুলি গাড়ি যাত্রী সাথী অ্যাপ ক্যাবের (Yatri Sathi App) পরিষেবা দেবে তা এখনো নির্দিষ্ট করে বলেনি কর্তৃপক্ষ। এই মুহূর্তে চলছে রেজিস্ট্রেশনের কাজ। অ্যাপ ক্যাব পরিষেবায় কতগুলি গাড়ি কাজ করবে, কোন চালকরা এই পরিষেবায় রেজিস্ট্রেশন করাচ্ছেন, ভাড়া কত হবে যাবতীয় বিষয়ের উপর লক্ষ্য রাখছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। নতুন এই ক্যাব পরিষেবা যাত্রী পরিষেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে শিলিগুড়ি এলাকাতেও।