South Bengal Rainfall Alert: জারি হলুদ সর্তকতা! দক্ষিণবঙ্গের এই ৪ জেলায় ঝেঁপে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। এমনই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। তবে মঙ্গলবার থেকেই আবহাওয়া আসতে শুরু করবে বড় বদল। কেননা ঐদিন থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হবে বৃষ্টি। আর সরস্বতী পুজোর দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের ৪ জেলায় (South Bengal Rainfall Alert)।

রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই যে শীতের আমেজ রয়েছে সেই শীতের আমেজ কমতে শুরু করবে সোমবার। ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা আংশিক মেঘে ঢাকা পড়বে, আবার বেশ কিছু জেলা সম্পূর্ণভাবে মেখে ঢাকা পড়ে যাবে বলেই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে।

উত্তরপ্রদেশে তৈরি হওয়া ঘটনা ঘূর্ণাবর্তের ফলে মধ্য ভারত থেকে পূর্ব ভারতের উপর তৈরি হবে একটি অক্ষরেখা। এর প্রভাবেই বৃষ্টি হবে বিহার, ঝাড়খন্ডে এবং তার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের পাশাপাশি গোটা বাংলাতেই। এমন পরিস্থিতিতে হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গের ৪ জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। কেননা ওই চার জেলায় শুধু বৃষ্টি নয়, পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনাও তৈরি হয়েছে।

আরও পড়ুন ? Basant panchami: কেন সরস্বতী পুজোর আগে কুল খাওয়া বারণ! দেবী রুষ্ট হন, নাকি অন্যকিছু

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। বাকি জেলাগুলি ওই দিন শুষ্ক থাকবে। তবে ১৪ ফেব্রুয়ারি এই ৪টি জেলায় বেশ কিছুক্ষণের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরিস্থিতির দিকে তাকিয়ে হাওয়া অফিসের তরফ থেকে ১৪ ফেব্রুয়ারি এই চার জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। ঐদিন অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে কোন সতর্কতা নেই।

তবে ১৪ ফেব্রুয়ারি হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রামে। ১৫ ফেব্রুয়ারি কোথাও হলুদ সর্তকতা না থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির ব্যাপকতা বাড়বে। ঐদিন হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম ও পূর্ব বর্ধমান, পুরুলিয়া বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি ও নদীয়ায়।