নিজস্ব প্রতিবেদন : লকডাউনের মাঝেই চালু হচ্ছে বাস পরিষেবা। আর এবার সূত্র মারফত জানা গিয়েছে, বাসের পাশাপাশি ট্যাক্সিও চলবে আগামী সোমবার থেকে। পুরো দমে চালু হবে হলুদ ট্যাক্সি পরিষেবা। তবে বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে বাসের মতই ট্যাক্সির ভাড়াতেও গুনতে হবে অতিরিক্ত ভাড়া।
ট্যাক্সিতে চাপার ক্ষেত্রে এবার ন্যূনতম ভাড়ার পরিবর্তন হচ্ছে। আগে যেখানে ন্যূনতম ভাড়া ছিল ৩০ টাকা সেখানে এবার গুনতে হবে ৩৩ টাকা। পাশাপাশি ট্যাক্সির মিটারে বিল উঠবে সেই বিলের ৩০ শতাংশ অতিরিক্ত দিতে হবে ভাড়া বাবদ। সূত্র মারফত জানা গেছে আগামী সোমবার থেকে রাস্তায় নামবে ২২ হাজার ট্যাক্সি। তবে ট্যাক্সি চলাচল করলেও বর্তমান করোনা পরিস্থিতির বিচারে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি।
কোথায় কোথায় চলতে পারবে ট্যাক্সি?
বাস পরিষেবার মত ট্যাক্সি পরিষেবার ক্ষেত্রেও রেড জোন ও কনটেইনমেন্ট জোনে মিলবে না কোনরকম ট্যাক্সি পরিষেবা। গ্রিন জোন ও অরেঞ্জ জোনে আগেই বাস ও ট্যাক্সি চালানোর ক্ষেত্রে অনুমোদন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে রেড জোনকে A, B ও C এই তিন ভাগে ভাগ করে বাস ও ট্যাক্সি চালু করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই রাজ্যে চালু হতে চলেছে গণপরিবহন ব্যবস্থা।
রাজ্যে বাস ও মিনিবাস যেমন চালু হচ্ছে ঠিক তেমনি বাড়ছে প্রতিটির ভাড়া। এখন বাসের ন্যূনতম ভাড়া হবে ২৫ টাকা আর সর্বাধিক ভাড়া হবে ৫০ টাকা। পাশাপাশি প্রতি দু’কিলোমিটার অন্তর ভাড়া বাড়বে ৫ টাকা করে। মিনিবাসের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া হবে ৩০ টাকা। প্রতি দু’কিলোমিটার অন্তর ভাড়া বাড়বে ১০ টাকা করে। হিসাব করলে দেখা যাচ্ছে আগের ভাড়া তুলনায় তিনগুণ ভাড়া বাড়ছে। তবে বাস, মিনিবাস অথবা ট্যাক্সি চালানোর ক্ষেত্রে করোনা স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের চাপতে হবে গণপরিবহনে। পাশাপাশি মালিকপক্ষকে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি।