যোগী রাজ্যে মথুরায় নিষিদ্ধ হলো মদ-মাংস, দুধ ব্যবসায় মনোযোগের নির্দেশ আদিত্যনাথের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শুভ জন্মাষ্টমীতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিতে দেখা গেল। এই দিনই তিনি তার ঘোষণায় জানিয়ে দিলেন মথুরায় মদ এবং মাংস নিষিদ্ধ। তিনি জানিয়েছেন, মথুরায় যাতে মদ এবং মাংসের কোন রকম ব্যবসা না করা হয় তার দিকে নজর দিতে বলা হয়েছে প্রশাসনকে। অর্থাৎ এই ধরনের ব্যবসার সাথে কেউ যাতে যুক্ত না হয় তার জন্য তৎপর হবে প্রশাসন।

Advertisements

Advertisements

জন্মাষ্টমীতে লখনৌতে কৃষ্ণ উৎসবে বক্তব্য রাখার সময় যোগী আদিত্যনাথ বলেন, যারা বর্তমানে মদ এবং মাংস বিক্রি করার মতো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা দুধ বিক্রির ব্যবসায়ী মনোযোগ দিন। আর এর ফলে মথুরার গৌরব পুনরুদ্ধার হবে। একসময় এই মথুরা থেকেই বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে দুধ যেত।

Advertisements

জন্মাষ্টমীর ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অংশগ্রহণ করে আরও উল্লেখ করেন, এখানে এক সময় প্রচুর পরিমাণে গবাদি পশুর দুধের ভান্ডার ছিল। মথুরার সেই হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে হবে। সেই জন্য যারা মদ এবং মাংস বিক্রির ব্যবসার সাথে নিযুক্ত রয়েছেন তারা সেই ব্যবসা ছেড়ে দুধের ব্যবসার সাথে নিযুক্ত হন।

উত্তরপ্রদেশে সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনের আগে জন্মাষ্টমীতে যোগী আদিত্যনাথের এমন ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন, ভোটের আগে এই সকল ব্যবসায়ী নিযুক্তদের তরফ থেকে এমন নির্দেশের ফলে বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে। অন্যদিকে আরেক অংশের মানুষ মনে করছেন, এই সিদ্ধান্ত মুষ্টিমেয় কিছু মানুষের রুজি রোজগারের প্রতি টান সৃষ্টি করলেও বিপুল সংখ্যক মানুষ এমন ঘোষণায় খুশি হবেন।

Advertisements