Indian Railways Rules: ট্রেনে যেতে যেতেই বদলে ফেলা গন্তব্যের স্টেশন! রেলের এই ৫ সিক্রেট নিয়ম ৯৯% যাত্রীরাই জানেন না

You can change your destination in a moving train through Indian Railways Rules: ভারতীয় রেলওয়ে বর্তমানে বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির মধ্যে অন্যতম। আমাদের দেশে রেলপথের দৈর্ঘ্য প্রায় ৬৮,০০০ কিলোমিটারেরও বেশি। সারা দেশজুড়ে যাত্রীদের সুবিধাজনক ভ্রমণের সুযোগ দেয় ভারতীয় রেল। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ট্রেনে ভ্রমণ করেন কারণ এই জার্নি যথেষ্ট আরামদায়ক এবং সাশ্রয়ী। ভারতীয় রেলপথ যাতায়াতের অন্যতম একটি সুবিধাজনক মাধ্যম। দেশের যেকোনো জায়গায় আপনি যদি নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে যাতায়াত করতে চান তাহলে ভারতীয় রেলের কিছু নিয়ম(Indian Railways Rules)অবশ্যই আপনাকে পালন করতে হবে।

বহু সময় এমন ঘটেছে যে পিক সিজনে টিকিটের অনুপলব্ধতার কারণে একজন যাত্রী তাদের আসল গন্তব্যের জন্য রিজার্ভেশন পান না। কিন্তু ভারতীয় রেলে যাত্রীদের জন্য রয়েছে বিশেষ কিছু নিয়ম(Indian Railways Rules)। কোনো যাত্রী যদি নির্দিষ্ট গন্তব্যের জন্য টিকিট না পান তবে প্রকৃত গন্তব্যের আগে একটি গন্তব্যের জন্য একটি টিকিট বুক করতে পারেন। পরবর্তীকালে টিটিই-এর থেকে অতিরিক্ত টাকা দিয়ে যাত্রার মেয়াদ বাড়াতে পারে। বিনিময়ে, টিটিই আগের যাত্রার জন্য একটি টিকিট ইস্যু করতে পারে, তবে এটি একটি অন্য আসনের জন্য হয়ে থাকে।

ভারতের যেকোনো ট্রেনে ভ্রমণ করলে, প্রতিটি কোচের দরজার কাছে জরুরী অ্যালার্ম চেইন দেখতে পাবেন। এটি টানলে বিপদে পড়বেন আপনি। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী (Indian Railways Rules) একমাত্র অ্যালার্ম চেইনটি জরুরি অবস্থার ক্ষেত্রেই টেনে নেওয়া যায়। যেমন মেডিকেল ইমার্জেন্সি, যাত্রী নিরাপত্তার জন্য হুমকি, দুর্ঘটনা বা যদি কোনও শিশু, বয়স্ক বা প্রতিবন্ধী ব্যক্তি বা সঙ্গী ট্রেন মিস করে থাকেন। অনেকসময় দেখা যায় ট্রেনের যাত্রা খুবই দীর্ঘ হয় এবং যাতে এটি আনন্দদায়ক হয় তার জন্য ভ্রমণের সময় যাত্রীদের বিরক্ত না করাই ভালো। রাত ১০ টার পরে কোনো যাত্রীকে বিরক্ত করা যাবে না এবং এই কারণেই টিটিইকে নির্ধারিত সময়ের আগে টিকিট চেক করতে হবে। ভারতীয় রেলের আরেকটি নিয়ম হল, যাত্রীরা যাতে ঠিকমতো বিশ্রাম নিতে পারে সেজন্য নাইট লাইট ছাড়া কোচের সমস্ত লাইট বন্ধ রাখতে হবে। রাতের খাবার সেই কারণে ১০ টার আগেই পরিবেশন করতে হবে।

ট্রেনের মধ্যম বার্থ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম (Indian Railways Rules) হলো দিনের বেলা মাঝের বার্থ ভাঁজ করা যাবেনা। কারণ নীচের এবং উপরের বার্থগুলি আসন হিসাবে ব্যবহার করা হয়। রাত ১০টা থেকে যাত্রীরা শুধুমাত্র মধ্যম বার্থে ঘুমাতে পারবেন এবং সকাল ৬টা পর্যন্ত যদি কেউ সময়সীমা অতিক্রম করে, তাহলে নীচের বার্থের যাত্রীর আপনাকে এই সিট বন্ধ করতে বলতে পারে।

যারা প্রায় বাসে বা বিমানে ভ্রমণ করেন, তারা লক্ষ্য করে থাকবেন পণ্যগুলির দাম প্রায়শই প্রকৃত এমআরপি থেকে অনেক বেশি থাকে। ভারতীয় রেলওয়ের অধীনে এমনটা হয়না কারন গভর্নিং বডি ট্রেনে স্ন্যাকস, খাবার এবং পানীয়ের মতো প্যাকেজ খাবারের আইটেমগুলির মূল্য নির্ধারণ করে রেখেছেন। বিক্রেতা অনৈতিক কাজ করলে আপনি রিপোর্ট করতে পারেন। সেই ব্যক্তিকে একটি ভারী জরিমানা চার্জ করা হতে পারে বা তার লাইসেন্স বাতিল হতে পারে।