একবার টাকা রাখলেই শান্তি, LIC-র এই স্কিমে মাসে মাসে ৬০০০ টাকা পেনশন

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দৈনন্দিন জীবনযাপনের পাশাপাশি দেশের অধিকাংশ মানুষ ভবিষ্যতের জন্য সঞ্চয় করার কথা ভাবেন। সঞ্চয় করার ক্ষেত্রে চাকুরিজীবীদের সুবিধা অনেক বেশি রয়েছে। সেই জায়গায় ব্যবসায়ী এবং দিনমজুরদের সঞ্চয়ের জন্য বড় পরিকল্পনা গ্রহণ করতে হয়। বড় পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের অন্যতম ভরসা হলো LIC।

অল্প টাকায় ভালো রিটার্ন এবং রাষ্ট্রায়ত্ব সংস্থার পরিপ্রেক্ষিতে সাধারণ বিনিয়োগকারীদের ভরসা সবচেয়ে বেশি এলআইসির ওপর। যে কারণে দেশের কোটি কোটি মানুষ এই সংস্থায় নিজেদের বিনিয়োগ করে থাকেন এবং বছরের পর বছর ধরে এই সংস্থায় বিনিয়োগের পরিমাণ এবং গ্রাহক সংখ্যা বাড়ছে। এই সংস্থার তরফ থেকেই এবার এমন একটি স্কিম আনা হয়েছে যাতে একবার বিনিয়োগ করলেই শান্তি, আর মাসে মাসে মিলবে ৬০০০ টাকা পেনশন।

এলআইসির এই স্কিমটির নাম হল জীবন অক্ষয় প্রকল্প। এই প্রকল্পের আওতায় যেকোনো বিনিয়োগকারী একবার বিনিয়োগ করে আজীবন পেনশনের সুবিধা পান। এলআইসির এই প্রকল্প হল ব্যক্তিগত এবং একক প্রকল্প। এই প্রকল্পের আওতায় ৩৫ থেকে ৮৫ বছর পর্যন্ত ব্যক্তিরা টাকা জমা করতে পারবেন।

এছাড়াও এই প্রকল্পে সেই সকল ব্যক্তিরাও টাকা জমা করতে পারবেন যারা শারীরিকভাবে অক্ষম অথবা বিশেষ চাহিদা সম্পন্ন। একবার কত টাকা বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা প্রতি মাসে ৬০০০ টাকা অথবা তার বেশি পেনশন পেতে পারেন এই প্রকল্পের আওতায়।

যদি কোন ব্যক্তির বয়স ৭৫ বছর হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি প্রতি মাসে ৬০০০ টাকার বেশি টেনশন পেতে চান তাহলে তাকে এককালীন বিনিয়োগ করতে হবে ৬ লক্ষ ১০ হাজার ৮০০ টাকা। এই টাকা বিনিয়োগ করলে ওই ব্যক্তি বছরে মোট পেনশন পাবেন ৭৬ হাজার ৬৫০ টাকা। হিসাব অনুযায়ী তার পেনশনের পরিমাণ মাসে ৬০০০ টাকার বেশি।