Cheap Train Tickets: সস্তায় ট্রেনের টিকিট পেয়ে যাবেন এইখানে, না জানলে জানুন এই প্রতিবেদনের মাধ্যমে

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Cheap Train Tickets: ভারতীয় রেলওয়ে হল দেশের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। অল্প খরচে এবং অল্প সময়ে যাতায়াত করার জন্য এর বিকল্প আর কিছু হতে পারে না। ভারতীয় রেল বর্তমানে সারা বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্কের স্থান অধিকার করেছে। কোটি কোটি যাত্রী প্রত্যেকদিন এই রেলের মাধ্যমে পৌঁছে যাচ্ছে নিজেদের গন্তব্যস্থলে। রেলওয়ে কাউন্টারে আগে টিকিট কাটার জন্য অপেক্ষা করতে হতো দীর্ঘসময় কিন্তু যুগের পরিবর্তন হয়েছে তাই টিকিট কাটার ব্যবস্থারও পরিবর্তন হয়েছে বর্তমানে। ডিজিটাল যুগের সহজ হয়েছে টিকিট কাটার কৌশল।

Advertisements

যাত্রীরা সম্প্রতি যেকোন জায়গায় এবং যেকোনো সময়ে টিকিট (Cheap Train Tickets) কাটতে পারে অনলাইনের মাধ্যমে। আর দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে না ঘরে বসে আরামে এই টিকিট কাটা সম্ভব। মোবাইল ফোনের অ্যাপ এর মাধ্যমে টিকিট কাটার মত কাজ খুব সহজেই হয়ে যাবে। অনলাইন টিকিট বুকিংয়ের সুবিধা প্রদান করে। আর প্রতিদিন এই সমস্ত অ্যাপ ব্যবহার করে ট্রেনের টিকিট কাটেন কোটি কোটি যাত্রী।

Advertisements

অ্যাপের মাধ্যমে টিকিট (Cheap Train Tickets) কাটলে যাত্রীকে কিছু অতিরিক্ত চার্জ দিতে হয়। এর মধ্যে অন্যতম হল – কনভেনিয়েন্স ফি, এজেন্ট সার্ভিস চার্জ এবং পেমেন্ট গেটওয়ে চার্জ। এর ফলে সুবিধার থেকে অসুবিধা হয়ে যায় অনেক বেশি। কারণ যাত্রীর টিকিটের খরচ অনেক গুণ বেড়ে যায়। আজকের এই প্রতিবেদনে এমন একটি কৌশলের কথা জানতে পারব যেখানে একেবারে সস্তায় পাওয়া যাবে রেলের টিকিট। কম খরচে টিকিট কাটতে হলে ভরসা করতে হবে এই ব্যবস্থার উপর।

Advertisements

আরও পড়ুন:Katra-Banihal SectionKatra-Banihal Section: বানিহাল-কাটরা অংশের নতুন যাত্রা, খুব শীঘ্রই চালু হবে জম্মু-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস

আপনিও কি ট্রেনের টিকিট কাটার সময় টাকা সাশ্রয় করতে চান? IRCTC (Indian Railway Catering and Tourism Corporation)-র ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ ব্যবহার করে খুব সহজেই আপনি টিকিট কাটতে পারবেন যেকোনো জায়গার। ভারতীয় রেলওয়ের সহায়ক এই IRCTC। এর মাধ্যমে টিকিট কাটলে লাগবে না কোন অতিরিক্ত চার্জ । কিন্তু টিকিট কাটার ক্ষেত্রে যদি প্রাইভেট অ্যাপ এর উপর ভরসা করেন তাহলে কিন্তু অতিরিক্ত চার্জ দিতে হবে। যার জেরে টিকিটের দাম অনেকটাই বেড়ে যায়।

ভারতীয় রেলওয়ে টিকিট (Cheap Train Tickets) কাটার জন্য চোখ বন্ধ করে ভরসা করতে পারেন IRCTC-র উপর। এর মাধ্যমে টিকিট কাটা হলে প্রচুর টাকা সাশ্রয় করা সম্ভব। আপনি কতটা দূরত্বের ভ্রমণ করছেন এবং কোন ক্লাসে ভ্রমণ করবেন, তার উপর ভিত্তি করে টিকিট কাটার সময় টাকা বাঁচানো যাবে।তাই ভ্রমণ করার আগে মাথায় রাখতে হবে এই বিষয়গুলো।

Advertisements