Life Hacks: গলায় মাছের কাঁটা দূর হবে চুটকিতে! শুধু করতে হবে এই ৫ কাজের একটি

You can get rid of a fish hook in your throat with these Life Hacks: বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাদ্য হলো মাছ। দুপুরের আহারে মাছ-ভাত না হলে ঠিক জমে না ভোজন প্রিয় বাঙালিদের। কিন্তু সেই মাছ-ভাত খেতে গিয়েই বিপদ বাঁধায় বহু মানুষ। অসাবধানতায় খেতে গিয়ে আচমকা গলায় আটকে যায় মাছের কাঁটা। যা গিলে ফেলাও যায় না আবার বের করে আনাও যায় না। তবে ভয় পাওয়ার কিছু নেই। বেশকিছু সহজ উপায়েই (Life Hacks) গলা থেকে মাছের কাঁটা দূর করা যায়। আজকের এই প্রবন্ধে সেই ঘরোয়া ৫টি উপাদানের কথা বলা হয়েছে যার মাধ্যমে সহজেই গলা দিয়ে নেমে যাবে মাছের কাঁটা।

কলা

বিভিন্ন উপকারী ফলের মধ্যে অন্যতম হলো কলা। গলা থেকে মাছের কাঁটা দূর করতে দারুন কাজ করে এই কলা (Life Hacks)। ফলেই গলায় মাছের কাঁটা আটকে গেলে একটি গোটা কলা খেয়ে নিতে পারেন। দেখবেন কলার সাথে মাছের কাঁটা নেমে গিয়েছে।

ভিনিগার

গলা থেকে মাছের কাঁটা নামাতে দারুন কার্যকারী ভিনিগার। বিভিন্ন পদ রান্না করতে বা কোনো কিছু ম্যারিনেট করতে ভিনিগার যেমন কাজ করে তেমন গলায় ফুটে যাওয়া কাঁটা নামাতে ভিনিগারের দারুণ ক্ষমতা রয়েছে।

আরও পড়ুন 👉 Stain Cleaning from Sharee: দামি শাড়িতে মাংসের ঝোলের কড়া দাগ! নিমেষে উধাও হবে এই ৪ ঘরোয়া টোটকায়

নুন-লেবু

গলায় ফুঁটে যাওয়া কাঁটা নামাতে খান নুন-লেবু। এর ফলে অনেক সময় গলায় বিঁধে যাওয়া কাঁটা নেমে যায়। একটা লেবু নিন তাতে নুন মিশিয়ে চুষে খান। দেখবেন নিমিষেই উধাও হয়ে গিয়েছে মাছের কাঁটা।

শুকনো ভাত

গলা থেকে মাছের কাঁটা নামানোর অত্যন্ত অব্যর্থ একটি ওষুধ হল শুকনো ভাত। বাড়িতে এমন কারো হলে বয়স্ক ব্যক্তিরা থাকলে তারা এই উপায়টি করতে বলেন। তাই কখনো ভাতের সাথে মাছ খেতে গেলে গলায় কাঁটা আটকে গেলে শুকনো ভাত দলা পাকিয়ে খেয়ে নিন তারপর জল খেয়ে নিন। ভাতের সাথে কাঁটাও নেমে যাবে।

দুধ-পাউরুটি

গলায় বিঁধে যাওয়া মাছের কাঁটা দূর করতে দুধ পাউরুটিও অত্যন্ত কার্যকরী (Life Hacks)। তবে শুকনো নয়, দুধে পাউরুটি ভিজিয়ে খেলে সঙ্গে সঙ্গেই গলার কাঁটা সেই স্থান থেকে চলে যাবে। বিপদমুক্ত হবেন। তবে একান্তই যদি মাছের কাঁটা গলা থেকে নানা নামাতে পারেন তাহলে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যান। ডাক্তারি পরামর্শ নিন।