সূরাপ্রেমীদের জন্য সুখবর, এইভাবে অনলাইনে জানতে পারবেন আপনার পছন্দের মদের দাম

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মদের উপর দেশের প্রতিটি রাজ্য বিপুল পরিমাণ রাজস্ব আদায় করে থাকে। পশ্চিমবঙ্গ সরকারও এর ব্যতিক্রম নয়। তবে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মদের উপর ২৫ শতাংশ কমানো হয়েছে, যাতে দাম অনেকটাই কমেছে। এই দাম কমার পর অনেকের মধ্যেই সংশয়, কোন দোকান তাদের থেকে দাম বেশি নিচ্ছে না তো?

Advertisements

এমন সংশয় থেকে দূর করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আবগারি দপ্তরের তরফ থেকে অনলাইনেই আপনার পছন্দের মদের দাম দেখে নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র কয়েকটি পদ্ধতি অনুসরণ করে মাত্র কয়েক মিনিটেই আপনি জেনে নিতে পারবেন আপনার পছন্দের মদের দাম কত।

Advertisements

পশ্চিমবঙ্গের সূরাপ্রেমীদের অনলাইনে নিজেদের পছন্দের মদের দাম জানার জন্য লগইন করতে হবে https://excise.wb.gov.in/CommonUser/RegisterBrand_Liquor.aspx?type=28 ওয়েবসাইটে। এরপর সেখানে বিভিন্ন অপশন দেওয়া থাকবে সেগুলির মধ্যে থেকে বেছে নিতে হবে আপনি যে মদের দাম জানতে চাইছেন।

Advertisements

প্রথমেই বেছে নিতে হবে দেশি অথবা বিদেশী, কোন মদের দাম আপনি জানতে চাইছেন। এটি বেছে নেওয়ার পরই আপনাকে বেছে নিতে হবে আপনার পছন্দের ‘Liquor Kind’। এরপর বেছে নিতে হবে ‘Liquor Type’। এখানেই আপনি পেয়ে যাবেন হুইস্কি, বিয়ার, রাম, ওয়াইন সহ অন্যান্যদের ক্যাটাগরি।

এই পর্যন্ত সমস্ত কিছু ঠিক ঠাক বেছে নেওয়ার পর বেছে নিতে হবে ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ ২০২১-২২ অর্থ বর্ষ। এই পর্যন্ত সমস্ত কিছু ঠিক ঠাক বেছে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে খুলে যাবে একটি তালিকা। সেই তালিকা থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার পছন্দের মদের কত পরিমাণের জন্য কত দাম দিতে হবে।

Advertisements