Indian Railways Ticket: রেলের উদ্যোগে টিকিট কনফার্ম না হলেও যেতে পারবেন এসিতে, জানুন বিস্তারিত খবর

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Indian Railways Ticket: সামনেই আসছে উৎসবের মরশুম, সবথেকে বেশি সমস্যা সৃষ্টি হয় এই ছুটির দিনগুলো ঘিরে। ছুটির দিনগুলোতে সকলেই কাছে কিংবা দূরে কোথাও না কোথাও ঘুরতে যায়। ফলে সেই চাপ স্বাভাবিকভাবে এসে পড়ে ভারতীয় রেলের উপর। যাত্রীরা নানারকম সমস্যার সম্মুখীন হয় এই সময়। লম্বা ছুটিতে যদি ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে ট্রেনের টিকিট (Indian Railways Ticket) কাটতে হবে অনেকদিন আগে, নাহলে কনফার্ম টিকিট পাওয়া একেবারে অসম্ভব। এরকম পরিস্থিতিতে পরিবারকে নিয়ে দূরে কোথাও যাত্রা করা সত্যিই মুশকিল। ভারতীয় রেল যাত্রীদের জন্য নিয়ে এলো দুর্দান্ত খবর, ভ্রমণের সময় টিকিটের ঝামেলা থেকে একেবারে মুক্ত হয়ে যাবেন। অসংরক্ষিত টিকিটে এসি ভ্রমণ উপভোগ করতে পারবেন আমজনতা।

Advertisements

সারা দেশ জুড়ে সম্প্রতি ১০ হাজারেরও বেশি ট্রেন চলাচল করছে। এর মধ্যে শতাব্দী, রাজধানী, বন্দে ভারতের হলো অন্যতম প্রিমিয়াম ট্রেন। এই ট্রেনগুলোতে প্রতিনিয়ত প্রায় দুই কোটি মানুষ যাতায়াত করে থাকে। এর মধ্যে প্রায় কুড়ি লক্ষ মানুষ রিজার্ভেশনে যাতায়াত করেন এই প্রিমিয়াম ট্রেনগুলোতে। আমরা সকলেই জানি যে, উৎসবের মরশুমে ভারতীয় রেলে যাত্রীসংখ্যা অনেকটাই বৃদ্ধি পাবে। মূলত যাত্রীদের স্বস্তি দিতেই এই পরিকল্পনা করেছে ভারতীয় রেল।

Advertisements

আসলে যাত্রী সংখ্যার কারণে অসংরক্ষিত কোচে কোনভাবেই সম্ভব হচ্ছে না এসি লাগানো। এসি কোচগুলোতে যাত্রীসংখ্যা নির্দিষ্ট করা থাকে, এই কারণে টিকিট (Indian Railways Ticket) সহ ৭২টি কোচ এবং কিছু ওয়েটিং টিকিট থাকে। একসাথে যা হয়ে দাঁড়ায় ৮০। চাকরি সংখ্যার উপর নির্ভর করে এসি বসানোর চিন্তাভাবনা করা হয়। অসংরক্ষিত কোচ পূর্ণ হলে, যাত্রী সংখ্যা প্রায় ২৫০ হয়ে যায়। অসংরক্ষিত কোচ তৈরিতে দীর্ঘদিন ধরে হিমশিম খেতে হচ্ছিল ভারতীয় রেলকে।

Advertisements

আরো পড়ুন: রাজ্য থেকে চলবে না একাধিক দূরপাল্লার ট্রেন, বাতিল থাকবে এক মাসের বেশি

ভারতীয় রেল এই অভিনব উদ্যোগ নিয়েছে ভুজ এবং আমেদাবাদের মধ্যে চলমান নমো ভারত র‌্যাপিড রেলে। এই ধরনের ডিজাইনের কোচ এই সর্বপ্রথম তৈরি করা হয়েছে। রেলওয়ে ইঞ্জিনিয়াররা অবশ্য বলেছেন যে, অসংরক্ষিত কোচে যাত্রীদের ধারণক্ষমতা নির্দিষ্ট নয়, তাই সর্বোচ্চ ২৭০ জন যাত্রীর ধারণক্ষমতা অনুযায়ী এক্সেল লোড রাখা হয়েছে, এই কোচগুলোতে এসি বসানো হয়েছে ১৫-১৫ ইউনিট। এরফলে কোচটি সম্পূর্ণ ঠাণ্ডা থাকবে। আপাতত ট্রেনটি ট্রায়ালে রয়েছে। ভবিষ্যতে, এই ধারণার ভিত্তিতে অসংরক্ষিত কোচ প্রস্তুত করা হবে।

পরিকল্পনা অনুযায়ী শতাব্দী-রাজধানীর থেকেও প্রায় দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন এসি অসংরক্ষিত কোচে বসানো হবে। রেলওয়ে ইঞ্জিনিয়ারদের মতে, সম্প্রতি যেসব শতাব্দী এবং রাজধানী-এর মতো প্রিমিয়াম ট্রেন রয়েছে তাদের প্রতিটি কোচে আট টন ওজনের দুটি এসি বসানো হয়েছে, তবে অসংরক্ষিত কোচের ক্ষেত্রে, প্রতিটি কোচে ১৫ টন ওজনের দুটি এসি বসানো হবে। তা নাহলে এটি পুরোপুরি ঠান্ডা থাকবে না।

Advertisements