Business at home: মার্কেটে ব্যাপক ডিমান্ড! ঘরে বসে এই ব্যবসা খুলতে পারলেই মালামাল

Prosun Kanti Das

Published on:

You can open this business at home: বর্তমান সময় চাকরির বাজার খুবই খারাপ সেই কারণে বহু মানুষ ব্যবসা থেকে বেশি ঝুঁকে পড়ছেন। শিক্ষিত বেকারের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। বহু মানুষ আছেন যারা চাকরি নিয়ে খুবই চিন্তিত, তারা চাইছে জীবনে নতুন কিছু করে স্বাবলম্বী হতে। কিন্তু সর্বপ্রথমে জেনে নেওয়া দরকার কোন ব্যবসায় লাভের পরিমাণ বেশি। আজকের প্রতিবেদনে এমন একটি ব্যবসার কথা (Business at home)আলোচনা করা হবে যেখানে আপনি সহজেই মোটা অংকের অর্থ উপার্জন করতে পারবেন।

আপনি যাকে সারা বছর এই ব্যবসার মাধ্যমে আয় করতে পারেন তারই পথ দেখানো হবে আজকের প্রতিবেদনটিতে। আর যদি হয় বিয়ের মরশুম তাহলে তো কোনো কথাই নেই। বিয়ের মরশুম হলে এই ব্যবসা আরো বেশি করে চলবে। আপনি চাইলে বাড়ির একটি ঘরে বসে এই ব্যবসা শুরু করতে পারেন। চাইলে চাকরির পাশাপাশিও এই ব্যবসা (Business at home) করা যেতে পারে। ব্যবসাটি হল কার্ড প্রিন্টিংয়ের ব্যবসা।

সম্প্রতি কার্ড প্রিন্টিং এর ব্যবসায় (Business at home) নানা রকম সুবিধা রয়েছে। বিয়ের কার্ড থেকে শুরু করে জন্মদিনের পার্টিতে মানুষ বিভিন্ন রকম কার্ড ছাপায়। পাশাপাশি শিক্ষক দিবস, রিটায়ার্ড উইশ করতেও অনেকেই প্রচুর পরিমাণে কার্ড ছাপায়। আজকালকার তরুণ প্রজন্ম ভ্যালেন্টাইন্স ডে, ফাদার্স ডে, মাদার্স ডে’তেও বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কার্ড ছাপিয়ে থাকে। যেকোনো ব্যবসার ক্ষেত্রে সৃজনশীলতা খুবই জরুরি। আপনি যদি কঠোর পরিশ্রম করে ব্যবসা করেন অবশ্যই লাভের মুখ দেখবেন।

কার্ড প্রিন্টিং করতে পারে অনেকেই, কিন্তু সৃজনশীলতার মাধ্যমে কার্ডের ডিজাইন করা সকলের পক্ষে সম্ভব নয়। আজকাল ইন্টারনেটের যুগে অনেক কার্ড ডিজাইন দেখতে পাওয়া যায়, কিন্তু এই ব্যবসাকে (Business at home) পেশা হিসাবে বেছে নিতে চাইলে আপনার নিজস্ব কিছু ডিজাইন থাকা জরুরি। কার্ডের ডিজাইন প্রতি বছর এবং বিভিন্ন অনুষ্ঠান অনুসারে পরিবর্তিত হয়। এমন পরিস্থিতিতে নিজেকে আপডেট রাখা, লেটেস্ট ডিজাইন শেখা, ট্রেন্ড অনুসরণ করা এবং কার্ডে নিখুঁতভাবে সেগুলোকে ফুটিয়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কম টাকা বিনিয়োগ কার্ড প্রিন্টিং ব্যবসা শুরু করা যেতে পারে। এতে আপনি মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে পারবেন। সাধারণত একটি কার্ডের দাম ১০ টাকা হয়, কিন্তু কার্ডের কোয়ালিটি এবং ডিজাইন যদি ভালো হয়, এর দাম আপনি বাড়াতে পারবেন। প্রতিটি বিয়ের জন্য কমপক্ষে ৫০০ থেকে ১০০০ কার্ড ছাপা হয়। আপনি যদি কোনো অর্ডার পান ১০ টাকা দিয়েও একটি কার্ড প্রিন্ট করতে পারেন, তাহলে তার পুরো খরচ হিসেব করেও আপনি সহজেই 3 থেকে 5 টাকা বাঁচাতে পারবেন। এছাড়া, দামি কার্ডে সহজেই ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত লাভ পেতে পারেন। বিয়ের মরশুম হলে লাভ সবচেয়ে বেশি হয়। যে কোনও ব্যক্তি চাকরির পাশাপাশি কার্ড প্রিন্টিং ব্যবসা শুরু করতে পারেন।