সিলিন্ডার প্রতি গ্যাসের দাম বাড়লেও রয়েছে ৩০০ টাকা সাশ্রয়ের সুযোগ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জুলাই মাসের শুরুতেই এক ধাক্কায় সাড়ে ২৫ টাকা বেড়েছে ১৪.২ কেজি সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম। বর্তমানে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম প্রায় ৯০০ টাকা। পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় আবার এর দাম হাজারের কাছাকাছি। এমত অবস্থায় স্বাভাবিকভাবেই নাভিশ্বাস অবস্থা মধ্যবিত্ত পরিবারগুলির। তবে এই রান্নার গ্যাসের দাম বাড়লেও নির্দিষ্ট পদ্ধতিতে বুকিং করলে ৩০০ টাকা পর্যন্ত সাশ্রয় করার সুযোগ রয়েছে।

Advertisements

Advertisements

এই সুযোগ এনে দিয়েছে ভারতের অন্যতম জনপ্রিয় অনলাইন ওয়ালেট সংস্থা পেটিএম। শুধু একমাস নয় পরপর তিন মাস রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে ৩০০ টাকা করে সাশ্রয় করার সুযোগ করে দিচ্ছে এই সংস্থা। এই অফার পেতে হলে পেটিএম-এর গ্রাহকদের পেটিএম অ্যাপ থেকে সিলিন্ডার বুক করতে হবে অথবা মিসড কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিলিন্ডার বুকিং করলেও পেমেন্ট করতে হবে পেটিএম অ্যাপ-এর মাধ্যমে।

Advertisements

পেটিএম সম্প্রতি এই অফার নিয়ে এসেছে। এই অফার পাওয়া যাবে Indane, HP, Bharat Gas তিন সংস্থার ক্ষেত্রে। পেটিএম -এর যে সকল গ্রাহকরা প্রথমবার এই গ্যাস বুকিং ব্যবহার করবেন তারা এই অফারের সুযোগ পাবেন। পরপর তিন মাস তাদের এই অফার দেওয়া হচ্ছে।

Advertisements