নিজস্ব প্রতিবেদন : গণপরিবহনের মেরুদন্ড রেল পরিষেবার ওপর নির্ভর করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করেন। তবে একটা সময় ছিল যখন ট্রেনের এসি কামরায় ধনী ব্যক্তিরাই যাতায়াত করতেন। অতিরিক্ত ভাড়া হওয়ার কারণে সবার পক্ষে এই এসি কামরার খরচ বহন করা সম্ভব হতো না।
তবে এখন মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে এবং রেলের তরফ থেকেও কম খরচে যাত্রীদের এসে কামরায় যাতায়াত করার সুযোগ করে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে এবার দূরপাল্লার ট্রেনগুলির সঙ্গে যুক্ত হচ্ছে তিনটি করে AC Economy Class কোচ। এমনকি এই সকল কোচের ভাড়া এতটাই কম রাখা হচ্ছে যে তা AC 3 Tier এর চেয়েও সস্তা।
বর্তমানে পরীক্ষামূলকভাবে ১২টি ট্রেনে AC 3 Tier Economy Class যুক্ত করা হয়েছে। ৩৬ জোড়া ট্রেনে পরীক্ষামূলকভাবে এই ধরনের এসি থ্রি ইকোনমি ক্লাস যুক্ত করার পরিকল্পনা রয়েছে রেল বোর্ডের। এক্ষেত্রে যদি সফলতা পাওয়া যায় তাহলে ভারতীয় রেলের তরফ থেকে এই ব্যবস্থাপনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে।
ভারতীয় রেলের তরফ থেকে AC ECONOMY Class এর ভাড়া AC 3 Tier এর তুলনায় ৮% কম রাখা হয়েছে। এর পাশাপাশি স্লিপার ক্লাসের তুলনায় AC 3 Tier এর ভাড়া বেশি রাখা হয়েছে ২.৬ শতাংশ। সুতরাং রেল বোর্ডের তরফ থেকে যাত্রীদের সস্তায় বাতানুকূল কামরায় ভ্রমণের সুযোগ করে দেওয়া হচ্ছে।
যে সকল ট্রেনের ক্ষেত্রে এই ধরনের কামরা যুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে 12393/12394, 22351/22352, 22355/22356, 12355/12356, 13201/13202, 12395/12396, 13282/13281, 13246/13245, 13248/13247, 13242/13241, 13288/13287, 12491, 14009, 14015, 14017 এবং 04651.