You can visit these 5 amazing travel spots in India for just a few bucks: গ্রীষ্মের ছুটি মানেই ঘুরতে যাওয়ার প্ল্যান। অস্বস্তিকর গরম থেকে স্বস্তি পেতে অনেকেই এই সময় ছুটে যান ঠান্ডার জায়গায়। কিন্তু আবার অনেকেই পকেটের কথা চিন্তা ভাবনা করে পরিকল্পনা পরিবর্তন করেন। তবে আর টাকার কথা চিন্তা নয়, অল্প বাজেটে ঘুরে আসা যাবে পাহাড় থেকে। প্রকৃতির দৃশ্য চোখে শান্তি প্রদান করবে। তাই যারা বেড়াতে যাওয়ার চিন্তাভাবনা করছেন তাদের জন্য আজকের এই প্রবন্ধে জানানো হলো ৫টি মনোরম জায়গার (5 Amazing Travel Spots) বিস্তারিত তথ্য। যা পকেট ফ্রেন্ডলি এবং সুন্দর। বলা যায় সস্তায় পুষ্টিকর খাদ্যের মতো।
পুদুচেরি
দক্ষিণ ভারতের অন্যতম জায়গা পুদুচেরি (5 Amazing Travel Spots)। যেখানে অর্থের কথা ভেবে ঘুরতে যেতে পারেনা অনেক মধ্যবিত্তরা। তবে সেই স্বপ্ন পূরণ করার দিন চলে এসেছে। পুদুচেরিতে এমন এক আশ্রম রয়েছে যেখানে কম বাজেটে মিলবে থাকার ব্যবস্থা। পাওয়া যাবে বিনামূল্যে নিরামিষ খাবার। ফলেই কম বাজেটে পুদুচেরি যাওয়ার স্বপ্ন পূরণ করতে গিয়ে উঠুন অরবিন্দ আশ্রমে। থাকা খাওয়ার বেঁচে যাওয়ার খরচ দিয়ে ঘুরুন এই শহর। চোখ জুড়িয়ে যাবে।
ইটানগর
প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেলে গরমের ছুটিতে ঘুরে আসুন অরুণাচল প্রদেশের ইটানগর থেকে। কম খরচে ঘুরতে পারবেন ইটা দুর্গ, জওহরলাল নেহেরু জাদুঘর সহ আরো নানান মনোমুগ্ধকর জায়গায়। মিলবে সস্তায় থাকা খাওয়ার ব্যবস্থা। এখানকার চারিপাশের সবুজায়ন যেন মানুষকে হাতছানি দিয়ে ডাকছে। যেখানে গেলে ফিরতে মন চাইবে না।
কাসোল
গ্রীষ্মের ছুটিতে পাহাড়ে যাওয়ার প্ল্যান রয়েছে নাকি? তাহলে ঘুরে আসতে পারেন হিমাচল প্রদেশের সাজানো-গোছানো গ্রাম কাসোল (5 Amazing Travel Spots) থেকে। যেখানকার প্রকৃতির চারপাশের সৌন্দর্য যেন কেউ তুলি দিয়ে অঙ্কন করে গিয়েছে। রয়েছে ছোট বড় পাহাড়। পাহাড়ের চারিপাশে রয়েছে ছোট ছোট কটেজ। অল্প বাজেটে ঘুরতে যাওয়ার দারুন স্থান হবে এটি। আলাদা গাড়ি ভাড়া করতে হবে না, এখানকার লোকাল বাসে করেই প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে পারবেন। মিলবে কম খরচে থাকা খাওয়ার ব্যবস্থা।
আরও পড়ুন ? ছাড় পাচ্ছে না দার্জিলিংও! বেড়ে গেল সর্বোচ্চ তাপমাত্রা, পাহাড়েও চলছে এসি রুমের খোঁজ
আলেপ্পি
যদি স্বর্গ সুখ উপভোগ করতে চান তাহলে চলে আসুন আলেপ্পিতে। অত্যন্ত মনোরম একটি জায়গা এই আলেপ্পি। যেখানে বাজেটের মধ্যে থাকার জায়গাও পাওয়া যাবে এবং খাবারও মিলবে। তবে এখানকার দৃশ্য উপভোগ করতে গেলে হাউজবোটে করে ঘুরতে হবে। ওখানকার জেলেকে কয়েকশ টাকা দিলেই আপনি আলেপ্পির রোমাঞ্চকর দৃশ্য উপভোগ করতে পারবেন। যা চিরস্মরণীয় হয়ে থাকার মতো।
কোদাইকানাল
শহরের ব্যস্ততম কোলাহল থেকে কিছুদিন শান্তিতে কাটানোর জন্য ঘুরে আসতে পারেন কোদাইকানাল (5 Amazing Travel Spots) থেকে। তামিলনাড়ুর এই শহরে যেমন শান্তি মিলবে তেমনি প্রাকৃতিক দৃশ্য শারীরিক সুস্থতা প্রদান করবে। দম্পতি, পরিবার বা বন্ধু মিলে ঘুরতে যাওয়ার দারুন জায়গা এটি। যেখানে একবার গেলে মন বারবার যেতে চাইবে। তবে খরচের কাছে চিন্তা করবেন না। এখানে ঘুরতে যাওয়ার তেমন কোনো খরচ নেই।