28th days Bengali Month: বাংলা ক্যালেন্ডারের কোন মাসে ২৮ দিন রয়েছে, জানতে পড়ুন এখনি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Do you know which month of Bengal lasts 28 days: জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে অনেকেই চাকরির জন্য পরীক্ষা কিংবা ইন্টারভিউ দিয়ে থাকে। সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের প্রশ্নের গুরুত্ব এখানে অপরিসীম। কারণ ইন্টারভিউররা বেশিরভাগ সময় প্রার্থীদের উপস্থিত বুদ্ধির পরীক্ষা নেবার জন্য এমন কিছু সহজ প্রশ্ন ঘুরিয়ে করেন যা শুনে অনেকেই ঘাবড়ে যান। কিন্তু যদি মাথা ঠাণ্ডা রেখে প্রশ্নের উত্তর দেওয়া যায় তাহলে দেখবেন সব প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। সাধারণ জ্ঞান এর ধারণা থাকলেই আপনি জানতে পারবেন বাংলার কোন মাস কত দিনের। এমন একটি মাস আছে যাতে ২৮ দিন আছে (28th days Bengali Month)।

Advertisements

আসলে জেনারেল নলেজের প্রশ্নগুলি খুবই মজাদার এবং আকর্ষণীয় হয়। যে কেউ কৌতূহলবশত প্রশ্নগুলি পড়লেই যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারবে। নানা রকমের অজানা তথ্যের সন্ধান মিলবে এই ধরনের প্রশ্ন পড়লে। দেশ বিদেশের বহু অজানা খবর, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি। আজকাল বই না পড়েও আপনি সোশ্যাল মিডিয়া থেকে এই ধরনের অনেক প্রশ্নের উত্তর পাবেন। আপনার জ্ঞানের বিকাশ ঘটাতে হলে অবশ্যই মন দিয়ে এই ধরনের প্রশ্নের অধ্যয়ন করুন। পড়লেই জানতে পারবেন বাংলার কোন মাসে ২৮ দিন হয় (28th days Bengali Month)।

Advertisements

যদি আপনার সাধারণ জ্ঞান সম্পর্কে ধারণা না থাকে তাহলে হাতের মুঠোয় আসা চাকরিটা চলে যাবে। চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অবশ্যই আপনাকে নিজের জ্ঞানকে আরো প্রসারিত করতে হবে। অনেকেই হয়তো জানেন কিন্তু চট করে বলতে পারবেন না বাংলার কোন মাসে ২৮ দিন থাকে (28th days Bengali Month)। এরকমই অনেক আকর্ষনীয় প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরা হলো এই প্রতিবেদনটির মাধ্যমে।

Advertisements

১.প্রশ্নঃ দুধ ও জল মিশিয়ে দিলেও কোন প্রাণী দুধটি আলাদা করে খেতে পারে?
উত্তরঃ রাজহাঁস।
২. প্রশ্নঃ কোন দেশ তাদের নিজস্ব সূর্য তৈরি করেছে?
উত্তরঃ চীন।
৩. প্রশ্নঃ ২০০ টাকার ভারতীয় নোটে কিসের ছবি আছে?
উত্তরঃ সাঁচির স্তূপের ছবি।
৪. প্রশ্নঃ কোন দেশে নীল জিন্স করলে জেলে যেতে হয়?
উত্তরঃ নীল জিন্স পরা নিষিদ্ধ উত্তর কোরিয়ায়।
৫. প্রশ্নঃ মশলা উৎপাদনের জন্য বিখ্যাত ভারতের কোন রাজ্যটি?
উত্তরঃ কেরালা।
৬. প্রশ্নঃ পৃথিবী দিবস (ধরিত্রী দিবস) পালিত হয় কোন দিনে?
উত্তরঃ ২২শে এপ্রিল।
৭. প্রশ্নঃ ডেটল সাবান কোন দেশের কোম্পানি?
উত্তরঃ ইংল্যান্ড।
৮. প্রশ্নঃ ভারতের জাতীয় দিবস কোন দুটি?

উত্তরঃ স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস।
৯. প্রশ্নঃ ভারতবর্ষে কাকে কোন শাস্তি দেওয়া হয় না?
উত্তরঃ রাষ্ট্রপতিকে।
১০. প্রশ্নঃ কোন প্রাণী সূর্যকে দেখতে পায় না?
উত্তরঃ শূকর।
১১. প্রশ্নঃ বিশ্বের কোন দেশটিতে ১০টি গাছ লাগানোর জন্য সরকারি চাকরি পাওয়া যায়?
উত্তরঃ ফিলিপাইনস দেশে।
১২. প্রশ্নঃ কালো রঙের গোলাপ কোন দেশে পাওয়া যায়?
উত্তরঃ তুরস্ক দেশে।
১৩. প্রশ্নঃ ভারতে আধার কার্ড চালু হয় কোন সালে?
উত্তরঃ ২০০৯ সালে।
১৪. প্রশ্নঃ মানচিত্রে নদীকে কোন রঙে দেখানো হয়?
উত্তরঃ নীল রঙের।
১৫. প্রশ্নঃ বাংলার কোন মাসে ২৮ দিন আছে?
উত্তরঃ প্রতিটি মাসেই ২৮ দিন অর্থাৎ তারিখ রয়েছে।

Advertisements