If you have more than one account in the bank, you should know the rules of RBI regarding Bank Account: বর্তমান যুগে ব্যাংক অ্যাকাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা মানুষকে ব্যাংকিং পরিষেবা দিতে চেয়েছিল এবং ব্যাংকের ছাতার তলায় আনার উদ্দেশ্য সফল করতে পেরেছে। আজকাল ব্যাংক অ্যাকাউন্ট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা যেকোনো সরকারি যোজনার টাকা ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তির একাধিক ব্যাংক অ্যাকাউন্ট লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে মোদি সরকার কি কি নিয়ম (Bank Account Rules) চালু করেছেন আসুন জেনে নেওয়া যাক।
আশা করি আপনারা সবাই জানেন যে, যেকোনো গ্রাহক একের বেশি অ্যাকাউন্ট খুলতে পারে। তাহলে কি (Bank Account Rules) নিয়ম চালু করেছে মোদী সরকার? অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের হয় যেমন, স্যালারি অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্ট। তবে যেকোনো মানুষ সেভিংস অ্যাকাউন্ট বেশি খোলে। এর পিছনের সবথেকে বড় কারণ এতে সুদের হার অনেক বেশি।
পাশাপাশি কারেন্ট অ্যাকাউন্ট সেইসব ব্যক্তিদের জন্য যারা ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট হলে কিছু সুবিধা পাওয়া যায়। এছাড়া, দুজন ব্যক্তি চাইলে একসাথে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারে। আবার স্যালারি অ্যাকাউন্ট কিন্তু একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। স্যালারি অ্যাকাউন্টে প্রতি মাসে বেতন ক্রেডিট হয়, সেই কারণে অ্যাকাউন্টে নূন্যতম বেতন রাখার কোনও প্রয়োজন পড়ে না। প্রত্যেকটি অ্যাকাউন্টের অবশ্যই নিজস্ব কিছু নিয়ম (Bank Account Rules) রয়েছে।
একজন ব্যক্তি চাইলে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। সেক্ষেত্রে এখনো অব্দি কোন নির্দিষ্ট নিয়ম (Bank Account Rules) চালু করা হয়নি। যেহেতু কেন্দ্রীয় সরকার কোন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কোন সীমা নির্ধারণ করে দেয় নি, তাই যে কোন ব্যক্তি তার চাহিদা মতো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে। কিন্তু যদি আপনার একাধিক ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকে সে ক্ষেত্রে কিছু নিয়ম অবশ্যই পালন করতে হবে।
আপনাকে সেভিংস অ্যাকাউন্ট এ ন্যূনতম ব্যালেন্স অবশ্যই বজায় রাখতে হবে। যদিও এক একটি ব্যাংকের ক্ষেত্রে এই নিয়ম আলাদা আলাদা হয়ে থাকে। গ্রামীণ ও শহরের ক্ষেত্রেও এই নিয়ম রয়েছে আলাদা।আপনি যদি নূন্যতম পরিমাণ টাকা জমা না রাখেন ব্যাঙ্ক মোটা টাকা জরিমানা করতে পারে। ব্যাঙ্কে অ্যাকাউন্টের নিয়ম মেনে চললে যত খুশি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোনও বাধা নেই।