Mohammed Shami Car Collection: উইকেটের মতোই গাড়ির কালেকশনেও এগিয়ে মহম্মদ শামি, জানুন গ্যারেজে কি কি রয়েছে লুকিয়ে

You will be surprised to know the car collection of Mohammed Shami: এই বিশ্বকাপে প্রতিপক্ষকে হারাতে সামির আগুন বোলিংয়ে সত্যি কার্যকরী। তিনি ব্যাটিং করুক কিংবা বোলিং বিশ্বকাপে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন। বিশ্বকাপে ভারতের ম্যাচগুলোতে একটানা জয়ের মূলে মহম্মদ সামির (Mohammed Shami Car Collection)অবদান সত্যি অতুলনীয়। সামি বাইশ গজে যতটা দক্ষ ঠিক ততটাই তার নজরকাড়া গাড়ি-বাইক কালেকশন। জানেন কি মহম্মদ সামির কাছেও রয়েছে বিএমডাব্লিউ ও অডির মতো গাড়ি?

সাধারণত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যেসব ক্রিকেটারদের সেরা গাড়ি কিংবা বাইকের কালেকশন রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো কোহলি বা রোহিত শর্মা। কিন্তু বোলারদের মধ্যে মহম্মদ সামি (Mohammed Shami Car Collection) ছাপিয়ে গেছেন সবাইকে। তার কাছে রয়েছে একাধিক বিলাসবহুল চার চাকা। আসুন চটজলদি জেনে নিই এই পেস বোলারের গ্যারাজে কী কী মডেলের গাড়ি কিংবা বাইক আছে।

আপনিও চমকে যাবেন মহম্মদ সামির (Mohammed Shami Car Collection) গ্যারাজের গাড়ি কালেকশন সম্পর্কে জানলে। তার গ্যারাজে আছে বিএমডাব্লিউ-এর সবথেকে জনপ্রিয় গাড়ি ৫ সিরিজ। আপনি বহু জনপ্রিয় নায়ক-নায়িকাদের এই বিএমডাব্লিউ ৫ সিরিজ চড়তে দেখবেন। গাড়িটির দাম হলো ৬৫ থেকে ৬৯ লাখ টাকা। এই গাড়িতে রয়েছে ৪ সিলিন্ডারের ২ লিটার ইঞ্জিন। আসলে এই ধরনের গাড়ি কমফোর্ট, ফিচার্স এবং উচ্চ পারফরম্যান্সের জন্য জনপ্রিয়।

এছাড়া বিলাসবহুল সুপারকার জাগুয়ার আছে এই ভারতীয় ক্রিকেটারের গ্যারেজে। যার দাম ৯৯ লাখ থেকে ১.৫৩ কোটি টাকা। মহম্মদ সামির (Mohammed Shami Car Collection) গাড়ির কালেকশন দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এক নিমিষেই। গাড়িতে আছে ৫ লিটার V8 ইঞ্জিন যা সর্বোচ্চ ৫৬৮ হর্সপাওয়ার শক্তি তৈরি করে। ২৮৫ কিমি প্রতি ঘণ্টা হলো এর সর্বোচ্চ গতি। মাত্র ৩.৪ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে পারে।। গাড়িটির সব থেকে দুর্দান্ত সুবিধা হল কেবিনে একটি বোতাম টিপলেই বৈদ্যুতিক ভাবে এক্সহস্ট সিস্টেম থেকে একটি ভালভ সক্রিয় হয়ে যাবে। এছাড়া ভিন্ন একটি এক্সহস্ট চেম্বার থেকে গ্যাস বেরিয়ে আসবে।

গাড়ি বাদেও মহম্মদ সামির গ্যারেজে রয়েছে রয়্যাল এনফিল্ডের একটি দারুণ মোটরসাইকেল। যার নাম হলো Continental GT ৬৫০। এই পেস বোলারের গ্যারাজের বাইকটির দাম ৩.১৮ লাখ টাকা (এক্স-শোরুম)। গাড়িটির ইঞ্জিন ৬৫০ সিসি যা শক্তি তৈরি করতে পারে সর্বোচ্চ ৫৭ হর্সপাওয়ার। মহম্মদ সামির গ্যারাজে রয়েছে টয়োটার ফরচুনার গাড়ি যা ভারতে বেশ জনপ্রিয়। টয়োটা ফর্চুনারের দাম ৩২ লাখ থেকে ৫০ লাখ টাকা। এই তিন গাড়ি ছাড়াও তার গ্যারেজে রয়েছে জার্মান কোম্পানি Audi এর একটি গাড়িও। তবে কোম্পানির কোন গাড়িটির সামির কাছে আছে সে বিষয়ে স্পষ্টভাবে জানা যায়নি।