You will be surprised to know the income of industrialist Ratan Tata: ভারতের অন্যতম উদ্যোগপতি হলেন রতন টাটা। তার সাহায্যের হাত গোটা ভারতের প্রত্যেকটা মানুষের উপর রয়েছে। তার ছত্রছায়ায় লাখ লাখ মানুষের স্বপ্নপূরণ হচ্ছে। শুধু ভারতেই নয় গোটা বিশ্বে তিনি যথেষ্টই জনপ্রিয়। এমন সহৃদয় ব্যক্তিকে সম্মান না জানিয়ে থাকা যায় না, তিনি সত্যি দেশের জন্য বিশাল বড় এক সম্পদ। নিজের আয়ের বেশিরভাগ অংশ তিনি দান করে দেন সেজন্য ধনীতম শিল্পপতিদের তালিকায় তার নাম খুঁজে পাওয়া যায় না। কিন্তু জানেন কি তার আসল উপার্জন সম্পর্কে (Ratan Tata income)?
জানলে অবাক হবেন রতন টাটার নাম সেরা ১০০ জন ধনীদের তালিকাতেও নেই। কিন্তু এটা কিভাবে সম্ভব? প্রত্যেকটা জিনিসের মধ্যেই যার আধিপত্য তার উপার্জন এত কম হওয়ার কথা নয় (Ratan Tata income)। যদি এর আসল কারণ জানতে চান তাহলে বিস্তারিতভাবে প্রতিবেদনটি পড়ুন। আসলে টাটা সন্সের ইকুইটির ৬৬ % চলে যায় টাটা ট্রাস্টের কাছে।
আপনি জানলে অবাক হবেন টাটা ট্রাস্টের কাছে সন্সের বেশিরভাগ লাভের টাকা চলে আসে। এই টাকা থেকেই সকল কর্মচারীর বেতন দেওয়া হয় এবং বহু মানুষের সেবায় খরচ করা হয় এই টাকা। শুধু যে ভারতের মানুষই উপকৃত হন তা নয়, এই টাকা কিন্তু অনুদান পাঠানো হয় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায়।
তাহলে রতন টাটার ব্যক্তিগত উপার্জন সম্পর্কে বড় প্রশ্ন দেখা দিচ্ছে (Ratan Tata income)। টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারপার্সন কিভাবে এত কম আয় করেন সেটাই তো অবাক করা ঘটনা। সূত্র মাধ্যমে জানা গেছে যে, তিনি প্রতিদিন আয় করেন ১৮৭৩৯ টাকা, যা আশ্চর্য করে দেয় মানুষকে।
যদি বিস্তারিতভাবে আলোচনা করা যায় তাহলে প্রতি ঘণ্টায় রতন টাটা উপার্জন করেন ৭৮০ টাকা (Ratan Tata income)। তাহলে মাসিক আয় হলো ৫.৭ লাখ টাকা। ভারতের যেকোনো ছোট ব্যবসায়ীর থেকেও তিনি কম ইনকাম করেন এবং ২০১৭ সালে তিনি পুরোপুরি অবসর নিয়েছেন। নিজের উপার্জনের অধিকাংশই তার সাহায্য খাতে ব্যয় হয়ে যায়। তাই প্রচুর উপার্জন করেও ধনীতম ব্যক্তির তালিকায় তার নাম খুঁজে পাওয়া যায় না, কিন্তু তবুও তিনি প্রত্যেকটি মানুষের মনে নিজের জায়গা করে নিয়েছে।