Amazing fact: দিঘার ওপারে ঠিক কী আছে? জানলে আপনিও আকাশ থেকে পড়বেন

Prosun Kanti Das

Published on:

Advertisements

You will be surprised to know that there are amazing things across the deep sea: সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আপনার জীবনের প্রতিটি পর্যায়ে খুবই কার্যকরী। আপনার মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক যে কি থাকে এই ধরনের প্রশ্নগুলোতে? আসলে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি হলো বিভিন্ন ধরনের প্রশ্নের মিশ্রণ। দেশ-বিদেশের নানা অজানা প্রশ্ন জানা যায় এই সাধারণ জ্ঞানের (Amazing fact) প্রশ্নগুলো পড়লে। এতে থাকে নানা দেশের ইতিহাস, ভূগোল ও বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন। যদি আপনি ঠিকভাবে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো না পড়েন তাহলে লোকসান আপনারই। হয়তো হাতের নাগালে পাওয়া সরকারি চাকরিটাই হাত ছাড়া হয়ে যেতে পারে।

Advertisements

জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে চাকরির দরকার আছে। এই চাকরি খোঁজার সময় আপনাকে প্রচুর ইন্টারভিউ দিতেই হবে আর ইন্টারভিউয় মানেই নানা ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। সঠিক প্রশ্নের উত্তর দিলে আপনার চাকরিটা হয়তো পাকা হয়ে যেতে পারে। অনেক সময়ে দেখা যায় ভালো শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও বহু মানুষ ইন্টারভিউতে সফল হতে পারেন না। কিন্তু কেউ কেউ খুব অল্প শিক্ষাগত যোগ্যতাতেই সফল হন। তাই সাধারণ জ্ঞানের (Amazing fact) প্রশ্নগুলো ভালোভাবে জানা খুব জরুরী।

Advertisements

বর্তমান ইন্টারনেটের যুগে আশা করি সবাই ইন্টারভিউ সম্পর্কিত অনেক আর্টিকেল দেখেছেন। সেখানে ইন্টারভিউতে যেসব প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেগুলোর উত্তর উপস্থিত থাকে। চাকরির পরীক্ষা দেওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই এই প্রতিবেদনটি মন দিয়ে পড়বেন। বহু অজানা সাধারণ জ্ঞানের (Amazing fact) প্রশ্ন আপনি সহজেই জানতে পারবেন এর মাধ্যমে।

Advertisements

প্রশ্ন: ভারতের গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৬
প্রশ্ন: চোখের কোন অংশ চোখের রঙ নির্ধারণ করে?
উত্তর : আইরিস।
প্রশ্ন: ভারতের রাষ্ট্রপতি কে?
উত্তর : দ্রৌপদী মুর্মু।
প্রশ্ন: মানবদেহের ক্ষুদ্রতম হাড় কোনটি?
উত্তর : স্টেপিস।
প্রশ্ন: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত?
উত্তর : বেঙ্গালুরু।
প্রশ্ন: বায়ুমন্ডলে জলীয় বাষ্পের পরিমাণ পরিমাপ কি?
উত্তর: আর্দ্রতা।

প্রশ্ন: কাবাডি কোন দেশের জাতীয় খেলা?
উত্তর : বাংলাদেশ।
প্রশ্ন: ভারতে জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়?
উত্তর : ২৯ আগস্ট।
প্রশ্ন : ক্রিকেটের শুরু কোথায় হয়?
উত্তর : ইংল্যান্ড।
প্রশ্ন: ভারতের রাষ্ট্রপতির মেয়াদ কত দিন?
উত্তর : পাঁচ বছর।
প্রশ্ন : আপনি কি জানেন দিঘার ঠিক উল্টো দিকে কী আছে?
উত্তরঃ আন্টার্কটিকা।

Advertisements