Private island: ঘুরে বেরিয়ে মিলবে টাকা! সঙ্গীকে নিয়ে দ্বীপে কাটালে রোজগার ১.৫ কোটি!

Prosun Kanti Das

Published on:

Advertisements

You will get crores of rupees if you visit the deserted island: রোজকার একঘেয়েমির জীবন থেকে মুক্তি পেতে ঘুরতে যাওয়ার মতো ভালো অপশন আর হয় না। বিভিন্ন মানুষ তাদের পছন্দমতো জায়গা অনুযায়ী ঘুরতে যেতে পছন্দ করেন। কারোর পছন্দ সমুদ্র, আবার কারও পছন্দ পাহাড়, আবার অনেকেই ভালবাসেন জঙ্গল। কিন্তু সময় এবং অর্থের অভাবে অনেক সময় মনের মতো জায়গায় ঘুরতে যাওয়া হয় না। কিন্তু আপনি যদি ঘুরতে গেলে অর্থ ব্যয়ের পরিবর্তে উপার্জন করেন তাহলে কেমন হয়? সঙ্গীকে নিয়ে থাকতে পারেন নির্জন একটি দ্বীপে (Private island)উপার্জন হবে কোটি কোটি টাকা।

Advertisements

ফেয়ারফ্যাক্স অ্যান্ড কেনসিংটন নামের এক সংস্থা এক আকর্ষণীয় অফার নিয়ে এসেছে তাদের কর্মী নিয়োগের জন্য। এই আকর্ষণীয় অফারের জন্যই তারা বর্তমানে খবরের শিরোনামে। আশ্চর্যজনক ঘটনা হলো এই সংস্থার কর্মী নিয়োগের অফার ছড়িয়ে পড়েছে গোটা সংবাদমাধ্যমে এবং যা রীতিমতো চর্চার বিষয়। সংস্থা এমন কর্মী নিয়োগ করবে যারা তাদের সঙ্গীকে নিয়ে নির্জন দ্বীপে (Private island) একাকী থাকতে রাজি থাকবে।

Advertisements

শুধু এই নির্জন দ্বীপে (Private island) থাকাই নয় আপনি উপভোগ করতে পারবেন বিলাসবহুল জীবনযাত্রা। আপনাকে এই কাজের জন্য দেওয়া হবে ১ লক্ষ ৮৫ হাজার ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় দেড় কোটি টাকা হবে। ভাবছেন এত বড় সুযোগ কিন্তু বিনা শর্তে আদৌ কি পাওয়া যাবে? একদমই না এর জন্য আপনাকে কিছু শর্ত পালন করতে হবে। সংস্থার দাবি, নির্জন দ্বীপে থাকাকালীন ওই কর্মীকে তার সঙ্গীর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করতে হবে। এই ভাবে ওই সংস্থা নিজেদের দ্বীপের প্রচার করতে চাইছে।

Advertisements

কিন্তু আবেদনকারী দম্পতিকে অবশ্যই সমাজমাধ্যম প্রভাবী হতে হবে। নাহলে সংস্থার প্রচার হওয়া সম্ভবপর হবেনা। ইনফ্লুয়েন্সারেরা যদি তাঁদের সমাজমাধ্যমে এই দ্বীপের (Private island) প্রচার করেন তাহলে অনেক বেশি মানুষ এই দ্বীপের বিষয়ে জানতে পারবেন। এতে লাভ হবে এই সংস্থার।

যেসব দম্পতিরা নির্বাচিত হবেন তারা জানুয়ারি থেকেই শুরু করে দেবে। বছরে সেইসব কর্মীরা এক বার মাত্র বাড়ি যেতে পারবেন এবং সেই সময় মাত্র ২৫ দিন ছুটি পাবেন তাঁরা। কর্মীদের সপ্তাহে ছ’দিন কাজ করতে হবে সেখানে। এছাড়াও আবেদনকারী দম্পতিদের আবেদনপত্রের সঙ্গে একটি টিকটক ভিডিয়োও পাঠাতে হবে। তবে সংস্থা এখনো দ্বীপটি কোথায় এবং দ্বীপটি সম্পর্কে বিস্তারিত কোনো কিছুই প্রকাশ্যে আনেনি।

Advertisements