নিজস্ব প্রতিবেদন : ভ্রমণপিপাসু বাঙালিরা পাহাড়ের দিকে সবসময় তাকিয়ে থাকেন। শুধু বাঙালিরা বললে ভুল হবে, কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা বছরের বিভিন্ন সময়ে দার্জিলিং ভ্রমণে আসেন। আবার দার্জিলিংয়ের আসল আনন্দ নেওয়ার জন্য বহু পর্যটকদের ভরা শীতে দার্জিলিং আসতে দেখা যায়। এবার সেই সকল পর্যটকদের জন্য সুখবর যারা কম খরচে দার্জিলিং ঘোরার সুযোগ খুঁজেন।
কারণ এবার দার্জিলিং ঘুরে দেখার জন্য হাজার হাজার টাকা গাড়ির পিছনে খরচ করতে হবে না পর্যটকদের। রাজ্য সরকারের তরফ থেকে এমন এক ব্যবস্থা আনা হয়েছে যাতে মাত্র ১০৫ টাকাতেই পর্যটকরা দার্জিলিং পৌঁছে যেতে পারবেন। অনেকের অজানা এই উপায়টি হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এই সংস্থার তরফ থেকে দার্জিলিংগামী বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাত্র ১০৫ টাকা ভাড়ায়।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই বাস পরিষেবা চালু করা হয়েছে শিলিগুড়ি থেকে দার্জিলিং। অর্থাৎ কোন পর্যটক নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে নেমে মাত্র ১০৫ টাকা দিয়ে পৌঁছে যেতে পারবেন দার্জিলিং। যেখানে প্রাইভেট কারে করে এই একই রাস্তা যাওয়ার জন্য খরচ করতে হয় সাধারণ সময়ে প্রায় ৫০০ টাকা এবং মরশুমের সময়ে ২৫০০ টাকা পর্যন্ত।
প্রাইভেট গাড়ি ছাড়াও যারা নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে নেমে দার্জিলিং যাওয়ার জন্য শেয়ার গাড়ি ভাড়া করেন তাদেরও অন্ততপক্ষে মাথাপিছু, ২০০ টাকা করে দিতে হয়। সেই জায়গায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই বাস খুব সহজে অল্প খরচে যাত্রীদের পৌঁছে দেবে শৈল শহরের রানীর দেশে।
তবে এমন পরিষেবা চালু হওয়ার পর মাথায় হাত পড়তে শুরু করেছে এলাকার ট্যাক্সিচালক থেকে প্রাইভেট গাড়ি চালানোর সঙ্গে যে সকল মানুষেরা যুক্ত। কারণ বহু পর্যটক এখন আর হাজার হাজার টাকা দিয়ে প্রাইভেট কার করে দার্জিলিং যেতে চাইছেন না। তারা খরচ বাঁচানোর জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই বাস বেছে নিচ্ছেন।