With the help of Sukanya Samriddhi Yojana, your daughter will become a millionaire at the age of 21: কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য নরেন্দ্র মোদী পরিচালিত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নানা ধরনের প্রকল্প চালু করা হয়েছে। এ গুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। নিজের কন্যা সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে, তার উচ্চশিক্ষা বা বিবাহের জন্য টাকা জমা রাখতে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রূপে বিবেচিত হয়।
নিজের কন্যা সন্তানের বয়স ১০ বছর এর নিচে হলেই সুকন্যা সমৃদ্ধি যোজনাতে অ্যাকাউন্ট খোলা সম্ভব। কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত এই সুকন্যা সমৃদ্ধি যোজনাতে (Sukanya Samriddhi Yojana) কোনো অভিভাবক তার কন্যার জন্য যে পরিমাণ অর্থ বিনিয়োগ করবেন, তা মেয়ের ২১ বছর বয়স হলে সম্পূর্ন ভাবে তুলে নেওয়া যাবে। এই স্কিমে বছরে ২৫০ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে আবার ভারতীয় আয় কর আইন অনুযায়ী কর ছাড় পাওয়া সম্ভব হয়।
বর্তমানে ভারতের যে কোনো রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে খোলা যায় সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট খুললেই এই স্কিমের একটি পাসবুক হাতে পাবেন অর্থ বিনিয়োগকারী ব্যাক্তি। এই অ্যাকাউন্টের যাবতীয় তথ্য যেমন অনলাইনের মাধ্যমে দেখে নেওয়া সম্ভব ঠিক তেমনি স্থানীয় ব্যাঙ্ক বা পোস্ট অফিস এর শাখায় গিয়ে পাস বুক আপডেট করলেও এই অ্যাকাউন্টের যাবতীয় তথ্য দেখতে পান গ্রাহকরা। অনলাইনের মাধ্যমে এই তথ্য জানতে হলে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টে লগ ইন করে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নিজের ব্যাঙ্কিং অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।
২১ বছর বয়সে নিজের মেয়েকে লাখপতি করতে চাইলে মেয়ের ১ বছর বয়স থেকেই এই স্কিমে বিনিয়োগ শুরু করে দিতে হবে। অর্থ বিনিয়োগকারী ব্যাক্তি যদি এই প্রকল্পের অধীনে বছরে দেড় লাখ টাকা করেন তবে তিনি মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় এই প্রকল্প থেকে পাবেন ৬৯.২৭ লাখ টাকা পাবে। যা তার কন্যার অর্থনৈতিক ভবিষ্যত কে সুরক্ষিত করে তুলতে পারবে।
কোনো ব্যক্তি যদি এই স্কিমে ২২.৫০ লাখ টাকা বিনিয়োগ করেন তবে সুদ বাবদ তিনি মোট ৪৬.৭৭ লাখ টাকা পাবেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) প্রকল্পের জন্য সুদ দেওয়া হয় ৮.২০ শতাংশ। এই প্রকল্পের মাধ্যমে নিজের কন্যা সন্তানের আর্থিক ভবিষ্যৎকে সুরক্ষিত করে তুলতে অফলাইন এবং অনলাইন উভয় পদ্ধতিতে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারেন অর্থ বিনিয়োগকারী ব্যক্তিরা।