চাঁদিফাটা গরমেও সাতটি পদ্ধতিতে এসি ছাড়াই আপনার ঘর ঠান্ডা থাকবে

তীব্র দাবদাহ সারা বাংলা জুড়ে। এক্ষুনি এর থেকে নিস্তার নেই। বরং আগামী আরো কয়েক দিন রয়েছে তাপ প্রবাহের সর্তকতা। এই অসহ্য গরমে টেকা বড় দায় হয়ে পড়েছে। প্রখর রৌদ্রে জ্বালাপোড়া অবস্থা ঘরে বাইরে সর্বত্র। রাস্তায় বেরোনোর কথা তো ছেড়েই দিলাম, ঘরের মধ্যেই ফ্যানের বাতাসে নেই কোনো রকম স্বস্তি। একমাত্র এসিই আপনাকে আরাম দিতে পারে। কিন্তু আমাদের মধ্যবিত্ত বাঙ্গালীদের সবার বাড়িতে নেই এসি, সামর্থ্যও নেই অধিকাংশের। তাই এসির কথা ভুলে যান, প্রাকৃতিক নিয়মে কিভাবে ঘরকে ঠান্ডা রাখা যায় সে নিয়ে ভাবুন।

প্রাকৃতিক নিয়মেই ঘরকে অনেকটাই আরামদায়ক রাখা সম্ভব, যদি এসির সাথে তুলনা কখনই নয়। চলুন দেখে নেওয়া যাক কি কি উপায়ে প্রাকৃতিক নিয়মে ঘর ঠান্ডা রাখা সম্ভব।

১) ঘরকে ঠান্ডা রাখতে হলে দুপুরের কড়া রোদকে কখনোই ঘরে ঢুকতে দেবেন না। কড়া রোদের সময় দরজা জানালা সব জায়গায় ভারী পর্দা লাগিয়ে রাখুন কিন্তু বৈকাল হওয়ার সাথে সাথেই সেগুলি খুলে ফেলুন যাতে ঠান্ডা বাতাস ঢুকতে পারে।

২) রাতের বেলায় টেবিল ফ্যান অথবা পোর্টেবল ফ্যান কে জানলার কাছে লাগিয়ে বাইরের ঠান্ডা হওয়া বাড়িতে ঢোকান। যাতে খুব তাড়াতাড়ি ভিতরের ভ্যাপসা গরম দূর হয়ে আরামদায়ক হবে।

৩) এসি ছাড়াও এসির মত আরামদায়ক ঠান্ডা হাওয়া পেতে হলে টেবিল ফ্যানের সামনে গামলাতে করে বরফ রেখে অথবা বোতলে বরফ জমিয়ে সেই বোতল টেবিল ফ্যানের সামনে রেখে হাওয়া গায়ে নিন।

৪) বিনা কারণে ঘরের ভিতরে কোন রকম ইলেকট্রিক দ্রব্য চালিয়ে রাখবেন। টিভি, আলো, কম্পিউটার ইত্যাদি বিনা কারণে চালানো থাকলে ঘর বেশি গরম হয়ে ওঠার প্রবণতা দেখা দেয়। এতে ইলেকট্রিক বিলও কমবে, ঘর ঠান্ডা থাকবে অনেকটা।

৫) প্রয়োজন ছাড়া বেশিক্ষণ গ্যাসের ওভেন জ্বালিয়ে রাখবেন না। এতে গ্যাসের খরচও বাড়ে এবং ঘর বীভৎস গরম হয়।

৬) বাড়ি তৈরির সময় লাগান হিট প্রটেক্টিভ উইন্ডো ফিল্ম। জানালার কাঁচের মধ্য দিয়ে তাপ অনেকটাই শোষিত হয়। যার কারণে ঘর দ্রুত গরম হয়ে ওঠে। যেসব জানালায় সূর্যের আলো সরাসরি পরে সেখানে হিট প্রটেক্টিং উইন্ডো ফিল্ম লাগান। যাতে তাপ শোষণ ৬০ শতাংশ পর্যন্ত কমে যায়। এছাড়াও জানালার বাইরের দিকে কাঁচের মধ্যে সাদা রং করে নিতে পারেন। যার ফলে সূর্যের আলো প্রতিফলিত হয়ে কম তাপ শোষণ করবে।

৭) অত্যাধিক তাপমাত্রা থেকে বাঁচার সব থেকে বড় উপায় হলো গাছ। নিজের বাড়ি এবং প্রকৃতিকুলকে ঠান্ডা রাখতে বাড়ির এদিক ওদিক চারিদিকে লাগান গাছ। যাতে করে সরাসরি সূর্যের আলো আপনার বাড়িতে এসে পড়বে না এবং গাছের সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সময় আপনার বাড়ি অনেকটাই ঠান্ডা ও দূষণমুক্ত থাকবে।