যেন ছুঁতে না পারে করোনা, প্লাস্টিক মোড়া বাইক ছুটিয়ে ভাইরাল যুবক

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনা যে প্রতিদিন ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ছে আনাচে-কানাচে তা অস্বীকার করার জায়গা নেই। আর এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার দাওয়াই হিসাবে রয়েছে মাস্ক পরা, স্যানিটাইজ করা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। আর এর পাশাপাশি রয়েছে ভ্যাকসিন। তবে করোনা যাতে ছুঁতে না পারে তার জন্য এক যুবক সম্প্রতি যেভাবে প্লাস্টিকে মুড়ে বাইক ছুটিয়েছেন তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisements

সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর দেশি পদ্ধতি নজর কেড়েছে নেটিজেনদের। এই দেশি পদ্ধতি আজব হলেও ওই যুবকের বুদ্ধিকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। আর সেই মুহূর্তের টুকরো ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আইপিএস অফিসার রুপিন শর্মা।

Advertisements

ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় অন্যান্য বাইকের মতোই একটি বাইকে দুই যুবক সাওয়ারি করছেন। তবে অন্যান্য বাইকের তুলনায় ওই দুই যুবক যে বাইকে সাওয়ারি করছেন তার ফারাক হলো বাইকটি সম্পূর্ণভাবে প্লাস্টিকে মোড়া। প্লাস্টিক এমন ভাবে লাগানো হয়েছে যাতে বাইকের উপর যারা বসে থাকবেন তারাও ওই প্লাস্টিকের ভিতরে থাকবেন এবং বাইরের সাথে সংস্পর্শ বিচ্ছিন্ন থাকবে।

Advertisements

লাঠি এবং লোহা বেঁধে একটি খাঁচার মতো তৈরি করা হয়েছে। যে খাঁচাটি বাইক এবং বাইকের বসে থাকা আরোহীদের ঢাকা দিয়ে রেখেছে। আর ওই খাঁচাটির উপর জড়িয়ে দেওয়া হয়েছে স্বচ্ছ প্লাস্টিক। যেন একটা বুদবুদের মধ্যে মোড়া মোটরবাইক।

এখানেই শেষ নয়, এর পাশাপাশি বাইকের চালক এবং পিছনে বসে থাকা আরোহীর মধ্যে যাতে সামাজিক দূরত্ব বজায় রাখা যায় তার জন্যও ব্যবস্থা করা হয়েছে ওই বাইকে। একটা বাইকের মধ্যে কি ব্যবস্থা? এটাই ভাবছেন তো! বাইকের সিটে জায়গা কম হলেও যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে তার জন্য পিছনের আরোহীর বসার জন্য আলাদা করে একটি চেয়ার লাগিয়ে দেওয়া হয়েছে।

Advertisements