Home Farming: কেবল লাইনের ব্যবসা অতীত! বাড়িতে জাপানি আম থেকে ভিয়েতনামি কাঁঠাল, ২৫ রকমের গাছ চাষ যুবকের

Antara Nag

Published on:

Advertisements

The youth of Pandua has reaped millions of rupees by doing Home Farming: ১ সময় ছিলেন কেবেল অপারেটর। এখন বাড়িতেই চলছে চাষাবাদ (Home Farming)। রীতিমতো আন্তর্জাতিক ফলের বাগান তৈরি করে ফেলেছেন নিজের বাড়িতেই। পান্ডুয়ার বাসিন্দা পার্থ দে। তিনি পেশায় কেবেল অপারেটর কিন্তু নেশায় ১ জন গাছপ্রেমী। অবসর সময় কাটানোর জন্য ফল চাষকেই বেছে নিয়েছিলেন তিনি। এখন কি নেই তার বাগানে? প্রায় সবরকম বিদেশী ফলের গাছ রয়েছে পার্থ দের বাগানে। দেখলে মনে হবে যেন একাধিক আন্তর্জাতিক ফলের গাছের এক্সিবিশন বসেছে।

Advertisements

নিজের বাগানে প্রায় ২৫ টি ভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চাষাবাদ (Home Farming) করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। হুগলির পান্ডুয়া এলাকার স্থায়ী বাসিন্দা পার্থ দের বাগানে ভিয়েতনামের বিখ্যাত লাল কাঁঠাল থেকে শুরু করে হলুদ আইভরি, আমেরিকান কেন্ট, এমন কি জাপানের বিখ্যাত আম সবই রয়েছে তার বাগানে। এছাড়াও রয়েছে চ্যাং মাই, বুনাই কিং আরও কত কি। এই সমস্ত বিদেশি ফলের গাছ দেখার জন্য প্রতিনিয়ত ভিড় জমছে পার্থ দের বাড়ির সামনে। এই আন্তর্জাতিক বাগানের চাহিদা দিন দিন বাড়ছে।

Advertisements

জাপানের লালচে বেগুনি রঙের মিয়াজাকি আম জগৎ বিখ্যাত। এই আমগুলির বর্তমান বাজার দর কেজি প্রতি ১ লক্ষ টাকা। সঠিক পরিচর্যার কারণে দেশীয় আবহাওয়ায় বিদেশী গাছগুলির বেড়ে উঠতে খুব একটা অসুবিধা হয়নি। তবে এখন গাছগুলিকে সযত্নে বাঁচিয়ে রাখাই পার্থবাবুর একমাত্র লক্ষ্য। বাড়িতে বাগান করার সখ অনেকেরই থাক। কিন্তু গাছ পাগল পার্থ বাবু সেইসব কে নিয়ে গেছেন আন্তর্জাতিক পর্যায়ে। একাধিক বিদেশি ফলের গাছ দিয়ে ভরিয়ে রেখেছেন নিজের বাগান। এই চাষাবাদের (Home Farming) মধ্যে দিয়ে তিনি তার অবসর সময় কাটান।

Advertisements

আরও পড়ুন ? Bank Holidays July: জুলাই মাসের ব্যাঙ্ক হলিডে লিস্ট দিল RBI, তালিকা দেখে হাত কামড়াবেন

পার্থ বাবু কিন্তু শুধুমাত্র একাধিক বিদেশি গাছ কিনেছেন আর বাগানে বসিয়ে রেখেছেন এমনটা নয়। রীতিমতো বাড়িতেই চাষ (Home Farming) করছেন। তিনি কয়েক লক্ষ টাকার বিদেশী গাছের চারা কিনেছেন পার্থ দে তার সাথে সার খোল ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র মিশিয়ে চলছে পরিচর্যার কাজ। ১ দিকে যেখানে সারা পৃথিবী জুড়ে গাছ কেটে ফেলা নিয়ে আন্দোলন চলছে সেখানে ভারতের হুগলি এলাকায় এক ব্যক্তি নিজের বাড়িতেই একাধিক গাছের চাষ (Home Farming) করে চলেছেন নিজের মতো করে।

তবে বাগান করার জন্য ফুলের গাছ কিংবা চাষ করার জন্য সবজি বাদ দিয়ে কেন হঠাৎ ফলকে বেছে নিলেন চাষের কাজের জন্য? ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো তাই ফলের গাছের চাষ করলে তাতে উপকারই হবে বেশি। তিনি বলেন, তার বাগানে থাইল্যান্ড থেকে আনা এমন একটি আম গাছ রয়েছে যাতে সারা বছরই আম হয়। ৫ বছর আগে বাড়ির জমিতেই ফল গাছ চাষের (Home Farming) ব্যাবস্থা করেন। তবে দেশিয় ফল নয়, সবকটি বিদেশী ফলের গাছ চাষ করেন তিনি। শীতকালে এই বাগানে বেশকিছু সবজির চাষ করে পার্থবাবু।

Advertisements