Telengana: জলমগ্ন সেতু থেকে নয় জনকে উদ্ধার করলেন এক যুবক, সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ যুবককে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Telengana: জলমগ্ন সেতু, নয় জনকে উদ্ধার করলেন এক যুবক। কথায় আছে, বিপদে বন্ধু চেনা যায়। আবারও প্রমাণ পাওয়া গেল। চারিদিকে চলছে প্রবল বর্ষণ। একাধিক জায়গায় বণ্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে সমস্যায় পড়েছেন একাধিক এলাকার মানুষ। বন্যায় ঘরবাড়ি ভেসে যাওয়ার খবর চলে এসেছে ইতিমধ্যে। দূর্গতদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। পাঠানো হচ্ছে ত্রাণও। গোটা ভারতে বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে দুর্যোগের পরিস্থিতি। এরই মাঝে 9 জনকে উদ্ধার করল এক সাহসী যুবক।

Advertisements

ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায় (Telengana)। তেলেঙ্গানায় বেশ কিছুদিন ধরেই বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় মানুষকে। বৃষ্টির কারণে একটা বড় অংশ বন্যা পরিস্থিতির শিকার হয়েছে। জলের তলায় চলে গেছে বিস্তীর্ণ এলাকা। যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে। এই পরিস্থিতিতে বাইরে থেকে সাহায্য নিয়ে আসা বেশ কষ্টকর। স্থানীয় কাউকেই এগিয়ে আসতে হতো উদ্ধারকার্যে সহায়তা করার জন্য। প্রাণের ভয়ে কেউ এগোতে রাজি ছিলেন না। কিন্তু এই সাহসী যুবক প্রাণের তোয়াক্কা না করে এগিয়ে গেছেন সাধারণের প্রাণ বাঁচাতে। উদ্ধার করেছেন একসঙ্গে ৯ জনকে।

Advertisements

তেলেঙ্গানার (Telengana) বিস্তীর্ণ এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। খাম্মাম জেলার মুনেরু নদীর অবস্থা অত্যন্ত ভয়াবহ। এই নদীর উপরেই রয়েছে একটি সেতু। যাত্রী পারাপারের জন্য এই সেতু ব্যবহার করা হয়। কিন্তু এই মুহূর্তে নদীর জল সেতু ছাপিয়ে গেছে। বন্যার জল বইছে সেতুর উপর দিয়ে। এই সেতুটি পারাপার করতে গিয়ে মাঝপথে আটকে যান ৯ জন মানুষ। সেখানে দুই প্রান্তে একাধিক মানুষ দাঁড়িয়ে ছিলেন। ঘটনাটি দেখছিলেন, কিন্তু প্রাণের ভয়ে সাহস করে কেউ এগিয়ে যেতে পারেননি তাদের উদ্ধার করতে। সবার মনে ভয়ের সঞ্চার ঘটেছিল।

Advertisements

আরো পড়ুন: ভারতের সেরা সাতটি মাছের বাজার জানেন কোথায় আছে

কিন্তু এই পরিস্থিতিতে বাইরে থেকে সাহায্য আসা অব্দি অপেক্ষা করা হয়তো সম্ভব ছিল না। কাউকে না কাউকে বিপদের ঝুঁকি নিয়ে যেতেই হত তাদের উদ্ধার করতে। তাই সেই সিদ্ধান্তটা নিলেন হরিয়ানার বাসিন্দা এক যুবক। তিনি সাহস করে এগিয়ে গেলেন এবং হাত লাগালেন উদ্ধার কার্যে। তার নাম সুভান। সবাই যখন হাল ছেড়ে দিয়েছে তখন তিনি নামলেন এই কাজে। কিন্তু কিভাবে? পায়ে হেঁটে ব্রিজের মাঝ পর্যন্ত যাওয়া সম্ভব ছিল না। কোন গাড়ির ব্যবহার করাও যেত না। তাহলে কি উপায়ে পৌঁছবেন মাঝখান পর্যন্ত।

এক অভিনব বুদ্ধি বার করেছিলেন সুভান। যোগাড় করে এনেছিলেন একটি বুলডোজার। সেই বুলডোজার গাড়িটিকে চালিয়েই জলের মধ্যে দিয়ে একটু একটু করে এগোতে থাকেন সেতুর মাঝখান পর্যন্ত। শেষ পর্যন্ত তার উদ্দেশ্যে সফল হয়। বুলডোজারের সাহায্যে ৯ জনকে নিয়ে সুরক্ষিত স্থান পর্যন্ত ফিরে আসতে পারেন তিনি। যাবার সময় তাকে অনেকেই বাধা দিয়েছিলেন। বলেছিলেন, প্রাণের ঝুঁকি না নিতে। সেই সময় তিনি একটাই উত্তর দেন। “আমি মারা গেলে, আমার একটা প্রাণ যাবে। যদি ফিরি ৯ জনকে বাঁচিয়ে নিয়ে ফিরতে পারবো”। তার সাহসিকতায় প্রশংসা করছে গোটা তেলেঙ্গানা (Telengana)। তাকে কুর্নিশ জানিয়েছে তেলেঙ্গানার প্রশাসনও।

Advertisements