ইচ্ছে থাকলে মানুষ ঠিক উপায় বার করে নেয়। ইচ্ছে আর চেষ্টা যখন একসাথে যুক্ত হয়ে তখন অনেক অসাধ্য সাধন করে ফেলে মানুষ। কিছু মানুষ নিজের জীবন দিয়ে প্রমাণ করেন তার ইচ্ছাটাকে। জীবনের সবরকম প্রতিবন্ধকতাই সহজে দূর করে তারা। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমনই এক মানুষের কাহিনী ছড়িয়ে পড়েছে। যার দু চোখ ভরে শুধু একটাই স্বপ্ন আইএএস হওয়ার।তিনি হুইল চেয়ারে করে সিঙারা বেঁচেই সেই স্বপ্নপূরণের পথে নেমেছেন তিনি। তাঁর সেই জীবন যুদ্ধের গল্পই ইন্টারনেটে (YouTube Video) ছড়িয়ে পড়েছে।
নাগপুরের রাস্তায় হামেশাই দেখতে পাওয়া যাবে এই যুবককে। সুরজ আসলে বিশেষভাবে সক্ষম। কিন্তু নিয়মিত সে হুইল চেয়ারে বসেই সিঙারা বিক্রি করেন। কেন এরকম পথ বাছলেন তিনি? সুরজ নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করার পর চাকরির বহু চেষ্টা করেন কিন্তু সাফল্য পাননি। এরপরই তিনি সিদ্ধান্ত নেন আইএএস হওয়ার। কিন্তু সাফল্য পাননি তিনি। তবু তিনি হাল ছেড়ে দেননি।
তার জমানো পুঁজি দিয়েই সিভিল সার্ভিসের বই কিনতে শুরু করেছেন। শুধু কেনা নয়, নিয়মিত সেই বই গুলো পড়তেও শুরু করেছেন তিনি। তিনি খুবই আশাবাদী যে একদিন তার সব স্বপ্ন পূরণ হবেই। আইএএস অফিসার হওয়ার জন্য দিবা রাত্রি কঠোর পরিশ্রম করে চলেছেন সুরজ। তার সেই আগ্রহ দেখে তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ফুড ভ্লগার গৌরব ওয়াসান। সুরজের সংগ্রামের কাহিনী গৌরব ভিডিয়োর (YouTube Video) মাধ্যমে শেয়ার করেছেন সোশাল মিডিয়াতে।
ভিডিয়োতে (YouTube Video) স্পষ্ট দেখা যাচ্ছে যে, সুরজ হুইল চেয়ারে করে সিঙারা বিক্রি করে বেড়াচ্ছেন। তিনি টানা দুপুর ৩টে থেকে বিকেল ৭টা পর্যন্ত কাজ করেন। সুরজ নাগপুরের রাস্তাতে সিঙারার প্রতি প্লেট ১৫ টাকা করে বিক্রি করেন। এটাই তার উপার্জনের এক মাত্র পথ। আর নিজের এই উপার্জন দিয়ে বই কিনা পড়ছেন, প্রস্তুতি নিচ্ছেন ভবিষ্যতে আইএএস পরীক্ষায় বসার। নিজের ফোন নম্বরটা হুইলচেয়ারের সামনে লিখে রেখেছেন সুরজ। নিজের ইচ্ছাকে পূরণ করার জন্য জীবনের কঠিন রাস্তায় একাই হেঁটে চলেছেন সুরজ।
গৌরব ওয়াসান কয়েকদিন আগেই নিজের ইউটিউব (YouTube Video) চ্যানেলের সুরাজের ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। সেই ভিডিয়োটি যেনো সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছিল। কয়েক মুহুর্তের মধ্যে ভিডিয়োটি বহু মানুষের মন ছুঁয়েছে। প্রতিবন্ধী এই যুবকের অদম্য ইচ্ছাকে কুর্নিশ জানিয়েছে গোটা দুনিয়া।