YouTuber beaten by Sadhu: কুম্ভমেলায় সাধুর সাথে দেখা করতে এসে মার খেলেন ইউটিউবার, ভাইরাল হল ভিডিও

Prosun Kanti Das

Published on:

Advertisements

YouTuber beaten by Sadhu: শীতকাল মানেই নানান ধর্মীয় মেলার সমাবেশ। তেমনি এক বৃহত্তম ধার্মিক তথা ঐতিহাসিক মেলা হল মহাকুম্ভ মেলা। আর এই কুম্ভ মেলায় এসেই এক নাগা সাধুর (Naga Sadhu) সাথে কথোপকথনে চরম মার খেলেন এক ইউটিউবার। মারের হাত থেকে বাঁচতে স্পিকার ফেলেই তাঁবু থেকে বেরিয়ে এলেন সেই ইউটিউবার। কিন্তু কেন? কি এমন করেছিলেন সেই ইউটিউবার নাগা সাধুর সাথে? সোশ্যাল মিডিয়া ভাইরাল ভিডিও।

Advertisements

মহাকুম্ভ মেলা হল হিন্দু ধর্মের এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা ও উৎসব। যেখানে এই উৎসব উপলক্ষে সমাবেশ ঘটে দেশের নানা প্রান্তের মানুষের। দেশের নানা প্রান্ত থেকে আসেন সাধু-সন্ন্যাসীরা। পাপ মোচনের উৎসব বলা হয় মহাকুম্ভ মেলাকে। কথিত আছে এই উৎসবে নদীতে ডুব দিয়ে স্নান করলে পাপ ক্ষয় হয়। তাই এই উপলক্ষে লক্ষাধিক মানুষ ভিড় করে এই মেলায়। আসেন সাধুদের সাথে সাক্ষাৎ করতে। তেমনই ২০২৫ এর মহাকুম্ভ মেলায় নাগা সাধুর সাথে সাক্ষাৎ করতে এসে এক অপ্রত্যাশিত ঘটনার শিকার হলেন এক ইউটিউবার (YouTuber beaten by Sadhu)। আশীর্বাদের বদলে পেলেন চিমটে পেটা। কিন্তু কেন? কি এমন করেছিলেন সেই ইউটিউবার?

Advertisements

নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় বহু ভক্ত তীর্থযাত্রীদের মধ্যে এক ইউটিউবারও চলতি বছরের মহাকুম্ভ মেলায় গিয়ে হাজির হন। আর সেখানে গিয়ে তিনি সাক্ষাৎ করেন নাখোঁ বাবা নামে এক সাধুর সাথে। ভিডিওটিতে পরিলক্ষিত হয় সেই নাগা সাধুর এক হাত সবসময় উর্ধমুখী। সেই হাতে রয়েছে বড় বড় নখ। যা তিনি কখনোই কাটেনি। আর সেই বাবার কাছেই গিয়ে বসেন ওই ইউটিউবার। ধ্যানমগ্ন অবস্থায় থাকাকালীন সেই সাধুকে ইউটিউবার প্রশ্ন করেন তিনি কোন বয়স থেকে এই সন্ন্যাস পথ গ্রহণ করেছেন। উত্তরে নাগা সাধু জানান, শৈশব বেলা থেকেই। ঠিক তার পরেই ইউটিউবার প্রশ্ন করেন সন্ন্যাসীরা ঈশ্বরের কোন ভজন গান করে। আর এই শুনেই রেগে আগুন হয়ে যান সেই নাগা সাধু। আর তারপরেই শুরু হয় বেধড়ক মার (YouTuber beaten by Sadhu)।

Advertisements

আরও পড়ুন:Maha Kumbh 2025Maha Kumbh 2025: মহাকুম্ভে স্নানের দরকার নেই, যাওয়া খরচ থেকে হোটেল ভাড়া শুনলে ঘামে স্নান করে যাবেন

ইউটিউবারের প্রশ্ন শুনেই চরম রেগে গিয়ে হাতে চিমটে তুলে নেন সাধু। দেখতে লাগছিল পুরো সুপারহিরোর মতো। আর তারপরে সেই চিমটে নিয়ে তেড়ে যান ইউটিউবারের দিকে। শুধু তেড়ে গিয়েছিলেন তা নয়, তেড়ে গিয়ে সেই চিমটে দিয়ে পিঠে মেরে দেন দু-তিন ঘা (YouTuber beaten by Sadhu)। তারপরেই প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যান ইউটিউবার। ফেলে রেখে যান স্পিকার। যা দেখে চরম হাসির রোল ওঠে সেই স্থানে। আর এই ভিডিওই ঝড়ের গতিতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

সমাজ মাধ্যমে পোস্ট হওয়ার সাথে সাথেই প্রচুর পরিমাণে ভাইরাল হয় সাধুর ভিডিও। ভিডিওটিতে উঠে আসে নানান মন্তব্য। কেউ বলে, সাধুদের উল্টোপাল্টা প্রশ্ন করার ফল। আবার কারো কথায় চিমটে ট্রিটমেন্ট। আবার একজন বলেন, ইউটিউবার যে কনটেন্ট চেয়েছিলেন তার থেকেও উপরি পেয়েছে। মূলত সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ঘিরে হেসে লুটোপুটি খাচ্ছে নেটজনতা। চাইলে আপনিও দেখে আসতে পারেন। না হেসে থাকতে পারবেন না।

Advertisements