Yuvashree Prakalpa: বেকারদের দুঃশ্চিন্তা দূর করল রাজ্য! এই প্রকল্পে আবেদন করলেই মিলবে মাসে মাসে ১৫০০ টাকা

Prosun Kanti Das

Published on:

Advertisements

The Yuvashree Prakalpa is going to be launched in the state soon: বাংলার প্রতিটি ঘরে বহু ছেলেমেয়েরা স্নাতক ও স্নাতকোত্তর পাস করে বেকার বসে আছে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না অসংখ্য মানুষ। বর্তমানে এইরাজ্যে যুবক-যুবতীদের কর্মসংস্থানের ছবিটা মোটেও উজ্জ্বল নয়। তাই রাজ্যের বেকার ছেলেমেয়েদের কিছুটা স্বস্তি দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন নতুন চমক। পশ্চিমবঙ্গ সরকারের একটি জনমুখি প্রকল্প হল যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa)। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে অনুদান দেওয়া হয়। এই প্রকল্পের উদ্দেশ্য হল বেকার যুবক-যুবতীদের আর্থিকভাবে সহায়তা করা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ২০১৩ সালে রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য যুবশ্রী প্রকল্প চালু হয়। চলুন চটজলদি দেখে নিই কারা, কীভাবে এই যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন।

Advertisements

যুবশ্রী প্রকল্পের (Yuvashree Prakalpa) জন্য আবেদন করতে চাইলে নিম্নলিখিত যোগ্যতাগুলি পূরণ করতে হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য হতে হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে কোনো সরকারি বা বেসরকারি চাকরিতে নিযুক্ত থাকলে চলবে না।

Advertisements

যুবশ্রী প্রকল্পের (Yuvashree Prakalpa) আবেদনপত্রের সাথে যেসব নথিপত্র সংযুক্ত করতে হবে সেগুলি হল – আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড, ভোটার আইডি, মাধ্যমিকের মার্কশিট ও অ্যাডমিট কার্ড, যেকোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট, কাস্ট সার্টিফিকেট থাকলে তার প্রতিলিপি।

Advertisements

যুবশ্রী প্রকল্পে (Yuvashree Prakalpa)অনলাইন ব্যবস্থার মাধ্যমেই আপনি আবেদন করতে পারেন। প্রথমেই প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে ২০KB থেকে ১০০KB-এর মধ্যে pdf আকারে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে সেভ করে করতে হবে। যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রথমে https://employmentbankwb.gov.in/ লিঙ্কে ক্লিক করুন। এরপরই আপনাকে রেজিস্ট্রেশন করে ঢুকতে হবে এবং New Enrollment Job Seeker অপশনে ক্লিক করতে হবে। তারপর Accept ও Continue অপশনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেখানে প্রয়োজনীয় সব রকম তথ্য দিয়ে ভর্তি করুন। এবার পাসপোর্ট সাইজ ফটো সহ স্ক্যান করে রাখা নথিগুলো সঠিকভাবে আপলোড করুন। একেবারে শেষে Submit অপশনে ক্লিক করুন। অবশ্যই আপনার এই অ্যাপ্লিকেশনের একটি কপি প্রিন্ট আউট হিসেবে বের করুন। ওটা কাজে লাগবে।

আবেদন করার ৬০ দিনের মধ্যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে প্রিন্ট আউট করে রাখা অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে। কিন্তু যদি ৬০ দিন পেরিয়ে যায় এই অ্যাপ্লিকেশন ইনভ্যালিড বা বাতিল হয়ে যাবে। যখনই আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট জমা দেবেন আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। এটা আপনার নথিভূক্ত ফোন নম্বরে আসবে। তারপর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পক্ষ থেকে যুবশ্রী প্রকল্পে নাম থাকা বেকার যুবক-যুবতীদের তালিকা বার করা হবে। যদি তালিকায় আপনার নাম থাকে পরের মাস থেকেই ১,৫০০ টাকা করে পেতে শুরু করবেন।

Advertisements