নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে রহস্যের জট ক্রমশ আরও জটিল হচ্ছে। মৃত্যুর কারণ নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে দেশ জুড়ে। অভিনয় জগতের নামী দামী ব্যক্তি থেকে সাধারণ মানুষ তাদের মতামত দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। চলছে ব্যক্তিগত স্তরে কাটাছেঁড়া নিয়ে নানা অভিমত, তীর্যক মন্তব্য, আক্রমণ, পাল্টা আক্রমণ। স্বজনপোষন, বলিউডে বিগ লবির কৌশলী আক্রমণ, স্টার কিডসদের লাগামছাড়া আচরণ, কখনোবা উঠে আসছে পুরনো প্রেমের ক্ষতের প্রসঙ্গ, কখনো লিভ ইন বান্ধবীর রেহার উপেক্ষা নিয়ে নানা মনগড়া কাহিনী।
আক্রমণের নিশানায় করণ জোহর, মহেশ ভাট, সলমন খান, একতা কাপুরের মতো ব্যক্তিরা। বিতর্কে যোগ দিয়েছেন দেশের রাজনৈতিক ব্যক্তিরাও। বলিউডের ঝলমলে আলোর তলায় অন্ধকারের খবর বেরিয়ে আসছে ঠিকই, তবে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ক্ষেত্রে নেটিজেনরা যেভাবে লাগাম ছাড়া আক্রমণ চালাচ্ছে তা নিয়েও এবার প্রশ্ন উঠছে। একজন ব্যক্তির মৃত্যুর পর তাকে নিয়ে এমন ধরনের কাটাছেঁড়া নৈতিক দিক থেকে কতটা যুক্তিযুক্ত, এনিয়েই এবার প্রশ্ন তুলেছেন সলমন ঘনিষ্ট জারিন খান।
তিনি তাঁর সোশ্যাল হ্যান্ডেলে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে সরাসরি মুখ খুলেছেন। লিখেছেন, “মাথাতে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন আমার…কেন একজন ব্যক্তির মৃত্যুর পর তাঁর যোগ্যতা ও গুনাবলী নিয়ে বিচার শুরু হবে? জীবিতকালে না হয়ে কেন মৃত্যুর পর একজন ব্যক্তির যোগ্যতার প্রশংসা হবে? কেন দলবেঁধে সবাই নিজের নিজের বক্তব্য রাখবে, যেখানে সেই ব্যক্তি সম্বন্ধে তাঁরা প্রায় কিছুই জানে না? কেন প্রশ্ন ছুঁড়বে একজন অসাধারণ মেধা সম্পন্ন ব্যক্তির মানসিক অসুস্থতা ও তাঁর অস্বাভাবিক আচরণ নিয়ে? কেন সোশ্যাল মিডিয়ায় একজন ব্যক্তির জীবনের অজানা খুশি ও দুঃখের দিকগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে?”
এছাড়াও তিনি লেখেন, “একজন ব্যক্তির মৃত্যুকে কাজে লাগিয়ে কেন এই সমাজ নিষ্ঠুরের মতো অর্থ রোজগার ও নিজেদের টিআরপি বাড়িয়ে নেবে? অনবরত এই প্রশ্নটাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে? এটা কেন হবে, কেন, কেন কেন?”
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে যেমন বলিউড নিয়ে প্রশ্ন উঠছে শুদ্ধিকরণের, তেমন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একজন ব্যক্তির মৃত্যুকে ঘিরে লাগামহীন তর্ক কতটা প্রাসঙ্গিক ও নৈতিক তা জারিন খানের পোষ্ট ঘিরে এবার প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আর সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে সরাসরি কোন মন্তব্য না করলেও এই প্রথম সলমন খান ঘনিষ্ঠ কেউ মুখ খুললেন। তবে তার মুখ খোলা নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।