১৭ বছরের পথ চলা শেষ, রান্নাঘরের সমাপ্তি ঘোষণা হতেই আবেগঘন সুদীপা

Antara Nag

Updated on:

Advertisements

জি বাংলায় ২০০৫ সালের ৯ই মে শুরু হয়েছিল ‘রান্নাঘর’ নামের এই অনুষ্ঠান। সেই প্রথম দিন থেকেই ২০১৮ সাল পর্যন্ত এই শো সঞ্চালনা করে আসছেন সুদীপা। এরপর মাঝে যদিও কিছুদিন ‘রান্নাঘর’ সঞ্চালনা করেছিলেন অপরাজিতা আঢ্য। কিন্তু দর্শকদের অনুরোধে ২০২০ সালে পুনরায় ‘রান্নাঘর’-এ ফিরে আসেন সুদীপা। আর তিন মাস আগেই ভীষণ আয়োজন করে ৫০০০ টি পর্ব পার করে ফেলেছে এই শো টি। আর জন্য বিশাল ধুমধাম করে সেলিব্রেট করেছিলো রান্না ঘরের গোটা টিম। তবে এই রান্নায় নাকি এবার ইতি পড়তে চলেছে।

Advertisements

সুদীপা চট্টোপাধ্যায় দীর্ঘ সতেরো বছরের শো ‘রান্নাঘর’-এর শেষ শ্যুটিং সারলেন শুক্রবার। রান্নাঘর’-এর সঙ্গে অদ্ভুত ভাবে জড়িয়ে তার নাম। তাইতো সকলেই রান্নাঘর বলতে বোঝেন সুদীপার রান্নাঘর। আর সেই কারণেই শ্যুটিংয়ের শেষদিন সুদীপা ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলেন। ফেসবুক লাইভে এসে সুদীপা এই খবরটি সকলের সাথে ভাগ করে নিয়েছেন। শেষ দিন তাকে দেখা গেলো একটি গোলাপি শাড়ী পরে শ্যুটিং করতে।

Advertisements

শেষ এপিসোডে সুদীপার সাথে অনেক সেলিব্রিটিকেই দেখা যাবে। লাইভে এসে সুদীপা জানালেন শ্রীপর্ণা, কাঞ্চন নাকি ঐদিন উপস্থিত থাকবেন রান্নাঘরে। এরই পাশাপাশি তিনি এই শো-এর ক্যামেরার পিছনে থাকা সিনেমাটোগ্রাফার থেকে স্পটবয় প্রত্যেকটি টিম মেম্বার এর সাথে পরিচয় করিয়ে দিলেন সকলের।

Advertisements

অনেক দিন আগেই এই খবর প্রকাশিত হয় যে খুব তাড়াতাড়ি সুদীপার রান্নাঘর শেষ হয়ে যাবে। আর এর জায়গায় আগামী ২রা জানুয়ারি থেকে শুরু হবে ইন্দ্রাণী হালদারের নতুন শো ‘ঘরে ঘরে জি বাংলা’। দর্শকরা ভেবেছিলেন, এই শো শেষ করা হবেনা এখনই। হয়তো টাইম স্লট পালটানো হবে ‘রান্নাঘর’-এর। তবে দিন দিন টিআরপি তালিকায় একদম শেষের দিকে চলে যাওয়ায় এই রান্নার শো-কে আর চালাতে চাইছে না চ্যানেল কর্তৃপক্ষ।

সুদীপা বলেন, যার শুরু আছে, সেটার শেষও আছে। আর এই শো শেষ হচ্ছে বলেই আবার নতুন কিছু আরম্ভ হচ্ছে। সুদীপা জানান, বছরের শেষদিন অর্থাৎ ৩১শে ডিসেম্বর বিকাল ৪.৩০টার সময় শেষ এপিসোডটি দেখানো হবে জি বাংলার পর্দায়। শেষ এপিসোডে দর্শকদের একটি ভেটকি মাছের বিশেষ পদ শেখাবেন সুদীপা। সবশেষে সুদীপা আবেগী হয়ে বলেন, এই কটা দিন দর্শকরা যেন দয়া করে তার সঙ্গে থাকেন।

Advertisements