TikTok ব্যবহারকারীদের সুখবর দিলো Zee5, আসছে ইচ্ছেমতো ভিডিও বানানোর নয়া অ্যাপ

নিজস্ব প্রতিবেদন : ২৯শে জুন ভারতের নিষিদ্ধ হয় TikTok সহ ৫৯ টি চিনা অ্যাপ্লিকেশন। এই সকল চিনা অ্যাপগুলি নিষিদ্ধ করা হয় দেশের সার্বভৌমত্ব ও সাইবার সুরক্ষা চ্যালেঞ্জের মুখে পড়ার কারণে। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় নিষিদ্ধ করা হয় এই সকল অ্যাপগুলিকে। তবে অ্যাপগুলি নিষিদ্ধ হয়ে যাওয়ার পরই দেশের লক্ষ লক্ষ TikTok ব্যবহারকারীদের মধ্যে শুরু হয় দুশ্চিন্তা কিভাবে এবার ভিডিও আপলোড হবে? কিভাবে তাদের বিনোদন বজায় থাকবে? এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে তারা বারবার বিকল্প নতুন কিছুর দাবি জানাচ্ছিলেন। যদিও তাদের বক্তব্য দেশের স্বার্থে এটুকু বিসর্জন দেওয়াই যেতে পারে।

তবে এবার ঐসকল TikTok অ্যাপ ব্যবহারকারীদের জন্য একটি সুখবর মিলেছে। আর এই সুখবর দিয়েছে ভারতের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম Zee5। তাদের তরফ থেকে বুধবার জানানো হয়েছে একেবারে টিকটকের মতই ভিডিও বানানোর নতুন প্ল্যাটফর্ম তারা ভারতীয়দের জন্য নিয়ে হাজির। Zee5 তাদের এই শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্মের নাম রেখেছে হাইপাই (HIPI)। ভারত সরকারের ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের নতুন সংযোজন হিসেবে আসতে চলেছে এই নয়া অ্যাপ। বিশেষজ্ঞরা মনে করছেন এই অ্যাপটি বর্তমানে চিনা অ্যাপ টিকটকের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে।

Zee5 এর এই নতুন অ্যাপে কি কি করা যাবে?

Zee5 দাবি করেছে এই অ্যাপটিতে টিকটকের মতই নিজেদের ইচ্ছেমতো আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি নতুন কনটেন্ট তৈরি করার জন্য ‘স্টেট অফ দ্য আর্ট’ নামে একটি ফিচার দেওয়া হবে। Zee5 এর নতুন অ্যাপটি আলাদাভাবেই আসতে চলেছে। যার নাম হবে হাইপাই (HIPI)।

কবে থেকে এই অ্যাপ ব্যবহার করতে পারবেন উৎসুকরা?

Zee5 এর তরফ থেকে ঘোষণা করা এই হাইপাই (HIPI) অ্যাপ এখনো প্লে স্টোর অথবা আপেল স্টোরে উপলব্ধ নয়। তবে এই অ্যাপটিকে আগামী ১৫ ই জুলাই আনুষ্ঠানিকভাবে বাজারে আনা হবে বলে জানানো হয়েছে Zee5 এর তরফ থেকে। তারপর থেকেই ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর থেকে অ্যাপটিকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তবে এই অ্যাপ এর সাথে TikTok অ্যাপের পার্থক্য এক জায়গাতেই বলে জানানো হয়েছে আর সেটি হলো এই অ্যাপটি কে ব্যবহার করার জন্য গ্রাহকদের সাইন আপ করতে হবে। যা TikTok অ্যাপের ক্ষেত্রে যা জরুরি ছিল না।