Zelio Eeva Scooty: দামে কম মানে ভালো, লঞ্চ হল নতুন ইলেকট্রিক স্কুটি

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Zelio Eeva Scooty: দামেও হালকা ওজনেও হালকা, লঞ্চ হল নতুন ইলেকট্রিক স্কুটি। পেট্রোল ডিজেল চালিত গাড়ির পরিবর্তে বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। একাধিক সংস্থা গাড়ির বাজারে নিয়ে এসেছে ইলেকট্রিক গাড়ি। চার চাকা থেকে শুরু করে বাইক, সাইকেল এমনকি ইলেকট্রিক্যাল অটো রিক্সাও লঞ্চ করা হয়েছে। ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার ক্ষেত্রে তালিকায় নাম রয়েছে জেলিও ইবাইকাস সংস্থাটির নামও। তারাও একাধিক ইলেকট্রিক স্কুটি (Electric Scooty) লঞ্চ করেছে গাড়ির বাজারে। খুব শীঘ্রই হয়তো ভারতে নতুন একটি আপডেটেড মডেল লঞ্চ করতে চলেছে সংস্থা।

Advertisements

সম্প্রীতি ইভা সিরিজের একটি নতুন আপডেটেড মডেল ভারতের লঞ্চ করার কথা ঘোষণা করেছে সংস্থা। নতুন এই মডেলটি দামের দিক থেকে একেবারেই সস্তা। এই ইলেকট্রিক স্কুটিটির (Zelio Eeva Scooty) দাম রাখা হতে পারে ৫৬০৫১ টাকা থেকে ৯০৫০০ টাকার মধ্যেই। ইভা সিরিজের অন্তর্গত যে কয়েকটি গাড়ি সংস্থা লঞ্চ করেছে সেগুলি হল ইভা, ইভা ইকো, ইভা জেড এক্স প্লাস। সব দিক থেকেই গাড়িগুলি বেশ ভালো। প্রত্যেকটি গাড়ি পরিবেশ বান্ধব। গাড়িগুলির মাধ্যমে পরিবেশ দূষণ হওয়ার সম্ভাবনা খুবই কম। ছাত্র থেকে চাকরিজীবী সকলের জন্য গাড়িগুলি বেশ উপযোগী। সকলের পক্ষে গাড়িগুলি চালানো সম্ভব কারণ গাড়িগুলির ওজন খুবই কম।

Advertisements

ইভা সিরিজের এই গাড়িগুলিকে এমন ভাবেই তৈরি করা হয়েছে যাতে প্রতিদিনের প্রয়োজনে ব্যবহার করা সম্ভব হয়। এই ইলেকট্রিক স্কুটিগুলিতে (Electric Scooty) শক্তিশালী বিএলডিসি মোটর বসানো হয়েছে। যা গাড়িটির শক্তি উৎপাদনে সহায়তা করবে। এই বিএলডিসি মোটরগুলির শক্তি উৎপাদন ক্ষমতা ৭২ ভোল্ট। মোটরগুলির ওজন ৮০ কেজি কিন্তু ভারোত্তলনের ক্ষমতা ১৮০ কেজির। এছাড়া রয়েছে একাধিক ফিচার্স। দুটি চাকায় রয়েছে ড্রাম ব্রেক, আন্টি থেফ্ট এলার্ম, রিভার্স গিয়ার, পার্কিং সুইচ, অটো রিপেয়ার সুইচ, ডিজিটাল ডিসপ্লে, ইউএসবি চার্জার আরো কত কি!

Advertisements

আরো পড়ুন: মেয়েদের জন্য এলো সবথেকে সস্তা স্কুটি, দাম শুনলে লাফিয়ে পড়বে যে কেউ

ডিজাইনের দিক থেকেও এই ইলেকট্রিক স্কুটিগুলি (Zelio Eeva Scooty) অত্যন্ত আকর্ষণীয়। ব্ল্যাক, ব্লু আর হোয়াইট পাওয়া যাবে এই তিনটি কালার অপশনও। এমনকি থাকছে ব্যাটারি ভেরিয়েন্ট বেছে নেওয়ার সুযোগ। পাঁচ ধরনের ব্যাটারি ভেরিয়েন্টের অপশন দেওয়া হচ্ছে সংস্থার পক্ষ থেকে। ইভা সিরিজের আগের মডেলগুলিতেও ব্যাটারি ব্যাকআপ সহ অন্যান্য ফিচার্স বেশ উন্নত মানের ছিল। নতুন গাড়িটিতে আরও উন্নত মানের ফিচার্স এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে হাজির হয়েছে সংস্থা। ইভা ইকোর পুরনো মডেলটিতে ব্যবহৃত ব্যাটারিটি ৬০ ভোল্ট শক্তি উৎপাদন করতে সক্ষম ছিল। অন্যদিকে ইভা জেড প্লাসে ব্যবহৃত ব্যাটারি ৭২ ভোল্টের শক্তি উৎপাদন করার ক্ষমতা রাখে। এছাড়া অন্যান্য ফিচার্সগুলি সবই পাওয়া যাবে পুরনো মডেলগুলিতেও। কিন্তু নতুন মডেলের সবকিছু রয়েছে আরও আধুনিক প্রযুক্তি সহ তৈরি করা হয়েছে।

নতুন ইলেকট্রিক স্কুটিটিতে (Zelio Eeva Scooty) ব্যবহৃত ব্যাটারিটি অত্যন্ত আধুনিক। এই গাড়িতে ব্যবহার করা হয়েছে লেড ও লিথিয়াম মিশ্রিত আয়রন ব্যাটারি। এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে সংস্থা। ১০ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি পিরিয়ড কাজ করবে। অর্থাৎ এক বছরের মধ্যে যদি ১০ হাজার কিলোমিটার অতিক্রম না হয় তাহলে গাড়ির ব্যাটারি সংক্রান্ত যেকোন সমস্যার দায়ভার নেবে সংস্থা। বর্তমানে ইলেকট্রিক গাড়ির চাহিদা যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে এই নতুন ইলেকট্রিক স্কুটিটিও গ্রাহকদের মধ্যে সাড়া ফেলবে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা।

Advertisements