Zimbabwe T20 Cricket: T20 ক্রিকেটে ইতিহাস গড়ল জিম্বাবোয়ে, কি কি রেকর্ড ভাঙল দেখে নিন এক নজরে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Zimbabwe T20 Cricket: T20 ম্যাচের এক ইনিংসে 344 রান তুলে অবিশ্বাস্য ইতিহাস গড়লো জিম্বাবুয়ে। এদিন টি টোয়েন্টি ম্যাচে ব্যাটে নেমে ৩৪৪ রান তুলে ইতিহাস রচনা হলো জিম্বাবোয়ের ব্যাটসম্যানদের হতে। ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে এত রান এই প্রথম। এর আগে সর্বোচ্চ রান ছিল ৩১৪!

Advertisements

বুধবার গাম্বিয়ার বিরুদ্ধে খেলতে নেমে দুর্ধর্ষ পারফরমেন্স করেন জিম্বাবোয়ে (Zimbabwe T20 Cricket)। T20 ক্রিকেটের সাব রিজিওনাল আফ্রিকা ট্রফির কোয়ালিফায়ার ম্যাচ ছিল এদিন। যেখানে অংশ নেওয়া দল গুলিকে গ্রুপ এ ও বি-তে ভাগ করে দেওয়া হয়। সেখানেই বুধবার বি গ্রুপের দুই দলের মধ্যে অনুষ্ঠিত হয় কোয়ালিফায়ার ম্যাচ। সেখানেই ব্যাটে বলের তাণ্ডব চালান জিম্বাবোয়ের ব্যাটার-রা।

Advertisements

এদিন নাইরোবির রুয়ারকা স্পোর্টস ক্লাবের মাঠে ব্যাটে বলের এই ঐতিহাসিক ঝড়ের সাক্ষী থাকলো গোটা বিশ্ব। জিম্বাবোয়ের (Zimbabwe T20 Cricket) হয়ে এদিন সর্বোচ্চ রান করেন সিকান্দার রাজা। তিনি ৪৩ বলে ১৩৩ রান তুলে জিম্বাবোয়ের রানের পাহাড় গড়তে সাহায্য করেন। তাঁর এই ইনিংসে তিনি ১৫টি ছক্কা এবং ৭টি চারের ঝড় তোলেন। এছাড়াও ওই দেশের ওপেনার তাদিওয়ানাসে মারুমানি। ৬২ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন মাত্র ১৯ বলে। শেষ পর্যন্ত টপ অর্ডারের দাপটে ২০ ওভারে ৩৪৪ রানের একটি ইতিহাস গড়েন তারা।

Advertisements

আরো পড়ুন: পিচ তৈরি করতে PCB ব্যবহার করছে হিটার, এই অদ্ভুত কাণ্ডে অবাক গোটা বিশ্ব

এদিন এক গুচ্ছ রেকর্ড গড়েন সিকান্দার রাজারা। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রানের রেকর্ড রইলো জিম্বাবোয়ের (Zimbabwe T20 Cricket) নামে। নেপালের ৩১৪ রানের রেকর্ড এদিন ভেঙে নিজের নাম লেখালেন সিকান্দার রাজারা। তবে আর কোনো দেশই কোনোদিন ৩০০-এর গণ্ডি পেরোতে পারেনি টি-টোয়েন্টি ক্রিকেটে। একমাত্র ভারত একবার ২৯৭ রান তুলেছিল। বাংলাদেশের বিরুদ্ধে চলতি মাসেই এই রান তোলে ভারত। এবার সেই নজির ভাঙল জিম্বাবোয়েও। টেস্ট খেলিয়ে তিনশোর গণ্ডি পেরিয়ে ক্রিকেট ইতিহাসে নিজেদের নাম খোদাই করে নিলো এই আফ্রিকান দেশটি।

এদিন গাম্বিয়ার বিরুদ্ধে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি হাতিয়ে নেন সিকান্দার রাজা। টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান হিসেবেও নাম লেখানো হলো। এদিন ছক্কা মেরেও রেকর্ড করেন তাঁরা। এক ইনিংসে ২৭টা ছক্কা মেরে রেকর্ড হাঁকালেন তাঁরা। অন্যদিকে টি-টোয়েন্টি ম্যাচে সর্বাধিক রান দেওয়া নিয়েও লজ্জার রেকর্ড গড়ল গাম্বিয়ার বোলার মুসা জবাড়তে। তিনি ৪ ওভারে ৯৩ রান দিয়েছেন। এর পর ৩৪৪ রান তাড়া করতে নেবে তাসের ঘরের মতো ভেঙে পরে গাম্বিয়া। মাত্র ৫৪ রানে অল আউট হয় তাঁরা। ফলে ২৯০ রানে জিতেও সর্বচ্চো ব্যবধানে কোনো টি-টোয়েন্টি ম্যাচ জিতিয়ে আরও একটি রেকর্ড গড়ে জিম্বাবোয়ে (Zimbabwe T20 Cricket)!

Advertisements