নিজস্ব প্রতিবেদন : Zomato, নামটুকুই যথেষ্ট। কেননা এই নামের সঙ্গে ভারতের পাশাপাশি বিশ্বের বহু দেশের মানুষেরা পরিচিত খাবার ডেলিভারির জন্য। তবে এবার এই সংস্থার তরফ থেকে খাবার ডেলিভারি ছাড়াও ধীরে ধীরে বিভিন্ন ধরনের পরিষেবা দেওয়া শুরু করা হচ্ছে। ঠিক সেই রকমই আরও এক পরিষেবা তাদের তরফ থেকে দেওয়া শুরু হয়েছে বলে দাবি করেছেন সংস্থার সিইও দিপিন্দর গোয়েল।
সংস্থার সিইও দিপিন্দর গোয়েল জানিয়েছেন, www.weatherunion.com একটি ওয়েবসাইট এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে ৬৫০ এর বেশি অন গ্রাউন্ড আবহাওয়া স্টেশনগুলির সঙ্গে একটি বিশাল নেটওয়ার্কে কাজ করতে আগ্রহী। যার মাধ্যমে আবহাওয়ার রিয়েল টাইম ইনফরমেশন দেওয়া হবে।
জোম্যাটোর তরফ থেকে এই ওয়েবসাইট তৈরি করা হয়েছে বিভিন্ন শহরের আবহাওয়া সম্পর্কে তথ্য দেওয়ার জন্য। এই প্লাটফর্মের সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য হলো এটি একটি ক্রাউড সাপোর্টেড রিয়েল টাইম আবহাওয়া প্লাটফর্ম। এই ওয়েবসাইট সম্পর্কে সংস্থার তরফ থেকে যে তথ্য প্রদান করা হয়েছে সেই তথ্য অনুযায়ী ওয়েবসাইটটি ওয়েদার স্টেশনগুলির তাপমাত্রা, আদ্রতা, বাতাসের গতিবেগ, বৃষ্টি ইত্যাদি সংক্রান্ত রিয়েল টাইম তথ্য প্রদান করবে।
সংস্থা সূত্রে জানা গিয়েছে, শুরুতেই তারা দেশের ৪৫ টি প্রধান শহরের আবহাওয়া সংক্রান্ত আপডেট ওয়েবসাইটে দিতে শুরু করেছেন। তাদের পরিকল্পনা রয়েছে আগামী দিনে দেশের সমস্ত জায়গার আবহাওয়া সংক্রান্ত তথ্য ওই ওয়েবসাইটে প্রদান করার। আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানের বিষয়ে সংস্থার সিইও জানিয়েছেন, আগামী দিনে দেশের সমস্ত জায়গার আবহাওয়া সংক্রান্ত তথ্য তারা প্রদান করবেন।
সংস্থার তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার পিছনে যে কারণ রয়েছে তা হল, আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতিতে অনেক সময় খাবার ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে নানান সমস্যা তৈরি হয়। যে কারণে বহু গ্রাহক রয়েছেন যারা সঠিক সময়ে খাবার ডেলিভারি পান না। এক্ষেত্রে পরিষেবাকে আরও সহজ সরল করার জন্য আবহাওয়ার রিয়েল টাইম আপডেট অত্যন্ত জরুরি। যে কারণেই তারা নিজের হাতেই এই দায়িত্ব তুলে নিয়েছেন এবং পরিস্থিতি অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করবেন।