লকডাউনে কোথায় কিসের উপর ছাড়, বিভ্রান্তি দূর করতে খুঁটিনাটি প্রশ্ন উত্তর

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : তৃতীয় দফার লকডাউন চালু হয়ে গেছে আজ থেকে, চলবে ১৭ই মে অব্দি। তবে এই পর্যায়ের লকডাউনে মিলেছে কিছু ছাড়। এই অবস্থায় মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছেন। মানুষের মনের মধ্যে তৈরি হচ্ছে নানা রকম প্রশ্ন। এরকমই কিছু প্রশ্নের খুঁটিনাটি উত্তর তুলে ধরা হলো।

Advertisements

Advertisements

১) রেড জোন ও গ্রিন জোনের মধ্যে পার্থক্যটা কোথায়?

Advertisements

রেড জোন হল সেই এলাকা যেখানে করোনা সংক্রমণের সংখ্যা সব থেকে বেশি। গ্রীন জোন হল সেই এলাকা যেখানে বিগত ২১ দিন ধরে কোন করোনা সংক্রমণের খবর পাওয়া যায়নি।

২) এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে আপনার এলাকা যদি রেড জোনে হয় তাহলে কী হবে?

তৃতীয় দফার লকডাউন থেকে এর জন্য কিছু কিছু ছাড় চালু হয়েছে বটে কিন্তু সেই ছাড়গুলি অরেঞ্জ জোন বা গ্রীন জোনের তুলনায় নিতান্তই কম। কারণ রেড জোনে বিপদের সম্ভাবনা তুলনামূলক ভাবে অনেক বেশি।

৩) রেড জোনে যদি কোন অফিস থাকে তাহলে সে অফিস কি খোলা থাকবে?

রেড জোনে থাকা সকল অফিস খোলা থাকবে না। যে সকল অফিসগুলিতে কোন রকম আমদানি-রপ্তানি মূলক কাজ হয় বা যেগুলি অর্থনৈতিক অঞ্চল বা শিল্পতালুক একমাত্র সেই অফিস খোলা থাকবে, তবে এক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলতে হবে।

৪) রেড জোনে অত্যাবশ্যকীয় জিনিসগুলি ছাড়া আর কী ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে?

রেড জোনে অত্যাবশ্যকীয় জিনিসগুলির দোকান অবশ্যই খোলা থাকবে। এছাড়া তথ্যপ্রযুক্তি তৈরীর কারখানা ও চটকল খোলা থাকবে।

৫) রেড জোনে কি প্রাইভেট গাড়ি করে চলাচল করা যাবে?

রেড জোনে প্রাইভেট গাড়ি অবশ্যই চলবে কিন্তু সেক্ষেত্রে গাড়ির দুজনের অতিরিক্ত মানুষ থাকা যাবে না অর্থাৎ চালক ছাড়া আর একজন ব্যক্তি থাকতে পারবেন।

৬) রেড জোনে নির্মাণ কাজ তৈরির ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

রেড জোনে নির্মাণ কাজ হলে সেগুলি স্থানীয় শ্রমিকদের দ্বারাই করতে হবে।যেখানে নির্মাণ কাজ হচ্ছে তার আশেপাশের যেসকল শ্রমিকরা আছে তারাই এই কাজটি করতে পারবেন বাইরে থেকে শ্রমিক আনা যাবে না।

৭) রেড জোনে কি সমস্ত দোকান আজ থেকে খুলে দেওয়া হবে?

যেসকল দোকানগুলি কোন আবাসন অথবা কমপ্লেক্স লাগোয়া সেইসকল দোকানগুলি খোলা হবে না। কিন্তু যে সকল দোকানগুলি আলাদাভাবে দূরে অবস্থিত সেসকল দোকানগুলি খোলা যেতে পারে। তবে এক্ষেত্রেও সরকার নির্দেশিত নির্দেশিকা মেনে চলতে হবে।

৮) রেড জোনে অনলাইনে অত্যাবশ্যকীয় নয় এমন জিনিসগুলি ডেলিভারিতে পাওয়া যাবে?

না কখনোই নয়।

৯) রেড জোনের যদি বাড়ির মধ্যে থাকা টিভি, এসি, ফ্রিজ কোন কিছু খারাপ হয়ে যায় তাহলে কি সার্ভিস প্রোভাইডারকে ডাকা যাবে?

রেড জোন হলে ডাকা যাবে। কিন্তু কেউ যদি রেড জোনের মধ্যে কনটেনমেন্ট এলাকার মধ্যে থাকেন তাহলে সেক্ষেত্রে কোন সার্ভিস প্রোভাইডারকেই ডাকা যাবে না।

১০) রেড জোনে কি বাইরে যাওয়ার জন্য ক্যাব ভাড়া পাওয়া যাবে?

না কখনোই না।

১১) রেড জোনে থাকা বেসরকারি অফিসগুলির ক্ষেত্রে কী হবে?

২৫% কর্মী নিয়ে তারা অফিস খুলতে পারবে।

১২) রেড জোনে ব্যাঙ্কের সমগোত্রীয় নানা পরিষেবার ক্ষেত্রে কি হবে?

রেড জোনে ব্যাঙ্ক নয় এমন আর্থিক সংস্থা যেমন ইনসিওরেন্স, ক্যাপিটাল মার্কেট সংক্রান্ত পরিষেবা এবং ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি খোলা থাকবে।

১৩) রেড জোনের মধ্যে কি বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবে?

রেড জোনের মধ্যে পরিচারিকা বা বাইরে থেকে কেউ যেতে পারলেও রেড জোনের কনটেনমেন্ট জোনের মধ্যে কোন পরিচারিকার প্রবেশ নিষিদ্ধ।

১৪) সেলুন পার্লার ইত্যাদি গুলিকে খোলা হচ্ছে?

সেলুন, পার্লার এই জাতীয় দোকান এখনই খোলা হচ্ছে না।

১৫) অরেঞ্জ জোনের ক্ষেত্রে কী কী ছাড় দেওয়া হচ্ছে?

অরেঞ্জ জোনের মধ্যে ও উপরিউক্ত ছাড়গুলি থাকবে, এছাড়া অনেকক্ষেত্রে জেলার মধ্যে গাড়ি ও ব্যক্তি যাতায়াত করতে পারবেন। তবে কেবলমাত্র প্রয়োজনীয় এবং অনুমোদিত কাজের জন্যই। একটি গাড়িতে দুজনের অতিরিক্ত থাকতে পারবেন না।

১৬) গ্রিন জোনের ক্ষেত্রে কী কী ছাড় দেওয়া হচ্ছে?

গ্রীন জোনে অনেক ক্ষেত্রেই ছাড় দেওয়া আছে তবে শর্ত সাপেক্ষ। এইজন্যে বাস চলবে তবে ২০ জন যাত্রী নিয়ে। সমস্ত মালবাহী গাড়ি এই জোনে চলাচল করবে সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে ও সীমাবদ্ধতা রাখা হয়নি।

Advertisements