নিজস্ব প্রতিবেদন : বর্তমানে আমানতের ক্ষেত্রে শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড সহ একাধিক ব্যবস্থা থাকলেও সেই সকল ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় অধিকাংশ প্রবীণ নাগরিককে FD অর্থাৎ ফিক্সড ডিপোজিটের দিকে ঝুঁকতে দেখা যায়। তবে বর্তমানে একাধিক ব্যাঙ্কে এই ফিক্সড ডিপোজিটে সুদের পরিমাণ কমে যাওয়ায় বেশ অসুবিধার মধ্যে পড়তে হয় তাদের। তবে একটু খোঁজখবর নিলে দেখা যাবে ভারতে এমন দশটি ব্যাঙ্ক রয়েছে যেগুলির ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে ৭% বা তার বেশি সুদ পাওয়া যায়।
বেসরকারি ব্যাঙ্কের তালিকা
প্রতিযোগিতার বাজারে গ্রাহক টানতে একাধিক বেসরকারি ব্যাঙ্ক রয়েছে যারা স্থায়ী আমানতের ক্ষেত্রে গ্রাহকদের বেশি সুদ দিচ্ছে। এমনকি বেশকিছু ব্যাঙ্ক রয়েছে যেগুলিতে তিন বছরের জন্য স্থায়ী আমানতের টাকা রাখলে ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে। এই বিপুল পরিমাণ সুদ দেওয়া হচ্ছে দেশের প্রবীণ নাগরিকদের জন্য।
প্রবীণ নাগরিকদের তিন বছরের জন্য স্থায়ী আমানতে ইয়েস ব্যাঙ্ক দিচ্ছে ৭.৫% সুদ। DCB ব্যাঙ্ক দিচ্ছে ৭.৪৬% সুদ। RBL ব্যাঙ্ক দিচ্ছে ৭.২৫% সুদ। IndusInd ব্যাঙ্ক দিচ্ছে ৭% সুদ। বন্ধন ব্যাঙ্ক দিচ্ছে ৬.৪০% সুদ। অন্যদিকে অ্যাক্সিস ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক এবং HDFC ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য ৩ বছর মেয়াদি FD-তে যথাক্রমে ৫.৯ শতাংশ, ৫.২৫ শতাংশ,৫.৬৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তালিকা
[aaroporuntag]
প্রবীণ নাগরিকদের জন্য তিন বছরের আমানতের সবথেকে বেশি সুদ দেওয়া রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির মধ্যে রয়েছে কানাডা ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই দুটি ব্যাংক ৬% হারে সুদ দিয়ে থাকে। এছাড়াও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিচ্ছে ৫.৮০% সুদ। পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক দিচ্ছে ৫.৭৫% সুদ।