Sealdah 12 Coaches Local Train Update: শিয়ালদা ডিভিশনের ১২ কোচের লোকাল ট্রেন নিয়ে মেগা আপডেট! ৮,৯ জুন হতে পারে বড় কাজ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাংলার বুকে যে সকল রেলস্টেশন অথবা ডিভিশন রয়েছে তার মধ্যে শিয়ালদা ডিভিশন অন্যতম (Sealdah Division)। শিয়ালদা ডিভিশনে যে সকল লোকাল ট্রেন চলে, সেই সকল লোকাল ট্রেনে ঠাসাঠাসি ভিড়, যাত্রীদের বাদুড় ঝোলা হয়ে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করতে হয়। রেলের (Indian Railways) তরফ থেকে এই সমস্যার সমাধানের জন্য বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Advertisements

বর্তমানে শিয়ালদা ডিভিশনে চলা লোকাল ট্রেনগুলিতে ৯টি করে কোচ রয়েছে। রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সকল লোকাল ট্রেন এবার ১২ কোচ (Sealdah 12 Coaches Local Train Update) করে দেওয়ার। এই সকল লোকাল ট্রেন ১২ করে চালানোর জন্য যে পরিকাঠামো দরকার সেই পরিকাঠামোর কাজ ইতিমধ্যেই চলছে। রেলের তরফ থেকে শিয়ালদা রেল স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্ম সম্প্রসারণের কাজ চালানো হচ্ছে।

Advertisements

রেলের তরফ থেকে ১২ কোচের লোকাল ট্রেন চালানোর জন্য যেভাবে কাজ চালানো হচ্ছিল তাতে জুন মাসেই ১২ কোচ চালু হয়ে যাওয়ার কথা ছিল। তবে ভোটের কথা মাথায় রেখে সাধারণ মানুষদের যাতে সমস্যা না হয় তার জন্য এই ব্যবস্থা চালু হতে কিছুটা হলেও বিলম্ব হবে বলেই মনে করা হচ্ছে। কেননা গত সপ্তাহে মেগা ব্লকিং নেওয়ার কথা ছিল। সেই ব্লকিং আপাতত নেওয়া হয়নি। এরই মধ্যে নতুন আপডেট এলো কবে মেগা ব্লকিং নেওয়া হতে পারে তার বিষয়ে।

Advertisements

আরও পড়ুন ? Lower Berth Booking Rules: লোয়ার বার্থ নিয়ে রেলের নয়া ঘোষণা, নতুন নিয়মে সুবিধা বাড়লো যাত্রীদের

রেলের তরফ থেকে যাতে সাধারণ মানুষদের কোন অসুবিধা না হয় তার জন্য ভোট মিটে যাওয়ার পরই মেগা ব্লকিং নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে আগামী ১ জুন রয়েছে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট এবং সেই শেষ দফার ভোট শেষ হওয়ার পর ৮ ও ৯ জুন শিয়ালদা ডিভিশনে মেগা ব্লকিং নেওয়া হতে পারে। মূলত ১২ কোচের লোকাল ট্রেন চালানোর জন্য প্ল্যাটফর্ম সম্প্রসারণের পাশাপাশি ইন্টারলকিং ও সিগন্যালের কাজ সঠিকভাবে চালানোর জন্য এই ব্লকিং নেওয়া হবে।

জুন মাসের ৮ ও ৯ তারিখ শনিবার এবং রবিবার মূলত প্রি-নন ইন্টারলকিংয়ের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই কাজ রেলের তরফ থেকে গত সপ্তাহেই সেরে ফেলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। অন্যদিকে রেলের তরফ থেকে ১২ কোচের লোকাল ট্রেন চালু করার বিষয়ে সময়সীমা দেওয়া হয়েছে জুন মাস। বর্তমানে কাজের ক্ষেত্রে সময় কিছুটা বিলম্বিত হলেও জুন মাসের মধ্যেই রেল সমস্ত কাজ শেষ করে ১২ কোচের লোকাল ট্রেন চালানোর বিষয়ে এখনও বদ্ধপরিকর বলেই জানা যাচ্ছে।

Advertisements