Lower Berth Booking Rules: লোয়ার বার্থ নিয়ে রেলের নয়া ঘোষণা, নতুন নিয়মে সুবিধা বাড়লো যাত্রীদের

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ ভারতীয় রেলের (Indian Railways) পরিষেবার উপর নির্ভর করে যাতায়াত করে থাকেন। লোকাল ট্রেন অথবা কম দূরত্বের পথ যাতায়াত করার ক্ষেত্রে যাত্রীরা সংরক্ষিত টিকিটের দিকে না ঝুঁকলেও দূরপাল্লার ট্রেনের জন্য সংরক্ষিত টিকিট অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায়। আবার সংরক্ষিত টিকিটের ক্ষেত্রে অনেকেই রয়েছেন যারা লোয়ার বার্থ (Lower Berth) খোঁজেন।

ট্রেনের লোয়ার বার্থে সহজেই ওঠানামার মত সুবিধা থাকার কারণে যাত্রীদের অধিকাংশরাই লোয়ার বার্থ ডিমান্ড করে থাকেন। কিন্তু রেলের তরফ থেকে সমস্ত যাত্রীদের এমন ডিমান্ড পূরণ করা তো আর সম্ভব নয়। এরই পরিপ্রেক্ষিতে রেলের তরফ থেকে এবার লোয়ার বার্থ নিয়ে নতুন ঘোষণা করে দেওয়া হল। যেখানে লোয়ার বার্থ পাওয়ার নিয়মের (Lower Berth Booking Rules) কথা বলা হয়েছে।

ট্রেনের স্লিপার কোচ অথবা এসি থ্রি টায়ার কোচের ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম যাত্রীদের অগ্রাধিকার দেওয়ার নিয়ম রেলের তরফ থেকে দীর্ঘদিন ধরেই রয়েছে। নতুন নিয়মের ক্ষেত্রেও এই অগ্রাধিকার বজায় রয়েছে। তবে নতুন নিয়মে এই সকল যাত্রীদের যাতে কোনরকম অসুবিধা না হয় তার জন্য লোয়ার বার্থ সংরক্ষণের বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন ? Indian Railways Ticket Discount: ট্রেনের টিকিট ৭৫ শতাংশ ছাড়! রেলের তরফ থেকে এমন সুযোগ দেওয়া হচ্ছে এইসব যাত্রীদের

রেল বোর্ডের তরফ থেকে এবার স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, যেকোনো ট্রেনের স্লিপার করছে অন্ততপক্ষে দুটি থেকে চারটি লোয়ার বার্থ এবং এসি থ্রি টায়ার কোচে অন্ততপক্ষে দুটি লোয়ার বার্থ সংরক্ষিত থাকবে। এই সংরক্ষণ বিশেষভাবে সক্ষম যাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য। কেননা তারা যদি উপরের বার্থ পেয়ে যান তাহলে সমস্যা হবে। বিশেষভাবে সক্ষম যাত্রীরা ছাড়াও লোয়ার বার্থ দেওয়ার ক্ষেত্রে রেল আরও কিছু যাত্রীদের অগ্রাধিকার দিচ্ছে।

লোয়ার বার্থ পাওয়ার ক্ষেত্রে রেল বয়স্ক যাত্রীদের পাশাপাশি যে সকল মহিলারা একা সফর করে থাকেন অথবা একা শিশু নিয়ে সফর পড়েন তাদেরও অগ্রাধিকার দেবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। যে কারণে রেলের তরফ থেকে সাধারণ যাত্রীদের জানিয়ে দেওয়া হয়েছে, তারা যদি লোয়ার বার্থ পেতে সবচেয়ে বেশি আগ্রহী হয়ে থাকেন তাহলে তাদের আগে থেকে অর্থাৎ সময় থাকতে ট্রেনের টিকিট বুকিং করে নিতে হবে। এছাড়া পরে টিকিট বুকিং করে লোয়ার বার্থ পাওয়ার জন্য কান্নাকাটি করলে হবে না।