নিজস্ব প্রতিবেদন : দেশের প্রায় এক কোটি মানুষ প্রতিদিন রেল পরিষেবার ওপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। এই বিপুল সংখ্যক মানুষের নির্ভরতার দিকে তাকিয়ে রেল পরিষেবা হয়ে উঠেছে গণপরিবহনের লাইফ লাইন। গণপরিবহনের লাইফ লাইন যাতে প্রতিনিয়ত উন্নত পরিষেবা দিতে পারে তার জন্য ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকেও প্রতিনিয়ত নতুন নতুন পদক্ষেপ নেওয়া হয়।
ভারতীয় রেলের তরফ থেকে এখনো পর্যন্ত যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে যুগান্তকারী পদক্ষেপ হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালু করা। এই ট্রেনটি এমন একটি ট্রেন যা দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এবং দেশের সবচেয়ে দ্রুতগতি ট্রেন। ইতিমধ্যেই ৩৪ টি বন্দে ভারত ৬৮ টি রুটে পরিষেবা দিচ্ছে। এবার এই বন্দে ভারতের পরিষেবায় এলো আরও এক পরিবর্তন এবং তার ফলে উপকৃত হবেন যাত্রীরা তা নিয়ে কোন সন্দেহ নেই।
বন্দে ভারতের নতুন এই যে নতুন ব্যবস্থা দেওয়া হয়েছে তার সরকারি নাম দেওয়া হয়েছে ‘ফোর্টিন মিনিট মিরাকেল’। নাম থেকেই স্পষ্ট ১৪ মিনিটে কামাল দেখাবে। বন্দে ভারতের ক্ষেত্রে এই পরিষেবা শুরু হয়েছে গত ১ অক্টোবর থেকে। এখন প্রশ্ন হল বন্দে ভারতের ক্ষেত্রে কোন পরিষেবা যুক্ত হল এবং তাতে কতটা উপকৃত হবেন যাত্রীরা?
একটি সফরের পর যে কোন ট্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। ঠিক সেই রকমই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় বন্দে ভারত এক্সপ্রেস। আগে একটি সফর শেষ হওয়ার পর বন্দে ভারত এক্সপ্রেস পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য সময় লাগতো ৪৫ মিনিট। কিন্তু এবার পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সময় লাগবে মাত্র ১৪ মিনিট। অর্থাৎ সফর শেষে বুলেটের গতিতে পরিষ্কার হবে বন্দে ভারত এক্সপ্রেস। ভারতে বন্দে ভারত এক্সপ্রেস পরিষ্কার করার ক্ষেত্রে ১৪ মিনিট সময় নেওয়া হচ্ছে, অন্যদিকে জাপানে বুলেট ট্রেন পরিষ্কার করতে সময় নেওয়া হয় মাত্র ৭ মিনিট।
রবিবার দেশের ২৯ টি রেল স্টেশনে এমন পরিষেবা চালু করা হয়েছে। ১৪ মিনিটে সাফাই পরিষেবা পাওয়ার ফলে স্বাভাবিকভাবেই যাত্রীদেরও অনেক সুবিধা বেড়ে যাবে। কেননা ট্রেনে সফর করার জন্য আর ৪৫ মিনিট ধরে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য অপেক্ষা করতে হবে না। এছাড়াও এই পরিষেবার পরিপ্রেক্ষিতে চলাচলের ক্ষেত্রে সময়ও অনেক কমে যাবে। অন্ততপক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।