আলাদা করে পেট্রোল-ডিজেলে ভ্যাট কমায়নি এই ১৪ রাজ্য, তালিকা প্রকাশ কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন : পেট্রোল-ডিজেলের দাম যখন দেশের বাসিন্দাদের নাভিশ্বাস অবস্থা সেই সময়ই কেন্দ্র সরকারের তরফ থেকে পেট্রোল ডিজেলের (Petrol Diesel) উপর ভ্যাটে ছাড় দেওয়ার ঘোষণা করা হয়। দিওয়ালির (Diwali) আগে কেন্দ্রের তরফ থেকে এই ঘোষণায় জানানো হয়, লিটার প্রতি পেট্রোলে ৫ টাকা এবং লিটার প্রতি ১০ টাকা করে ছাড় দেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে পেট্রোল ডিজেলের (Petrol Diesel price) লিটার প্রতি দাম অনেকটাই কমে যাবে।

পেট্রোল ডিজেলের উপর বসানো ভ্যাটে (Vat) ছাড় দেওয়ার পাশাপাশি কিন্তু সরকারের তরফ থেকে রাজ্য সরকারগুলিকেও অনুরোধ করা হয় ছাড় দেওয়ার জন্য। কেন্দ্রের এই অনুরোধে বেশকিছু বিজেপি শাসিত রাজ্য আলাদা করে পেট্রোল-ডিজেলের উপর ভ্যাট ছাড়ার ঘোষণা করে। ফলে সেই সকল রাজ্যে আরও কমে যায় পেট্রোল-ডিজেলের দাম। কিন্তু এখনো ১৪টি রাজ্য রয়েছে যারা আলাদা করে এই ভ্যাট ছাড়ার পরিপ্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত নেয়নি।

যেসকল রাজ্য এখনো পর্যন্ত পেট্রোল ও ডিজেলের উপর আলাদা করে ভ্যাট ছাড়ার সিদ্ধান্ত নেয়নি সেই সকল রাজ্যের আলাদা করে তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন, এই তালিকা প্রকাশ করা হয়েছে মূলত কৌশলে চাপ বাড়ানোর জন্য।

যেসকল রাজ্যগুলি ইতিমধ্যেই আলাদা করে ভ্যাটে ছাড় দেওয়ার ঘোষণা করেছে তাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শুক্রবার প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) তরফে জারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “কেন্দ্রের পাশাপাশি ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পেট্রল ও ডিজেলের দাম কমানোই সাধারণ মানুষের উপর চাপ অনেকটাই কমানো গিয়েছে।”

এর পাশাপাশি যে সকল ১৪টি রাজ্য এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোন সিদ্ধান্ত নেয়নি সেই সকল রাজ্যগুলির তালিকাও প্রকাশ করা হয় PIB-এর তরফ থেকে। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মেঘালয়, কেরল, আন্দামান ও নিকোবর, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, পাঞ্জাব এবং রাজস্থান।