JioCinema Subscription Plans: কেন অ্যাড দেখবেন! প্রতিদিন ১ টাকারও কম খরচে দেখুন অ্যাড ফ্রি JioCinema, রইল প্ল্যান

নিজস্ব প্রতিবেদন : মুকেশ আম্বানির টেলিকম সংস্থা Jio যেমন দেশের জনপ্রিয় টেলিকম সংস্থা হয়ে দাঁড়িয়েছে, ঠিক সেই রকমই এই সংস্থার JioCinema ওটিটি প্লাটফর্ম দিন দিন জনপ্রিয়তার শিখরে পৌঁছাচ্ছে। JioCinema-র এমন জনপ্রিয়তার পিছনে রয়েছে আইপিএলের মতো জনপ্রিয় ক্রিকেট লিগ সহ অন্যান্য ক্রিকেট খেলা।

কেননা JioCinema-য় বিনামূল্যে কেবলমাত্র আইপিএল দেখানো হয় এমনটা নয়, এর পাশাপাশি টিম ইন্ডিয়ার অধিকাংশ ক্রিকেট ম্যাচ এই অ্যাপে দেখানো হয়ে থাকে। আবার এযাবৎ এই অ্যাপে খেলা হোক অথবা অন্য কোন কিছু দেখার জন্য কোন খরচ করতে হয় না। তবে সংস্থার তরফ থেকে মাঝে মাঝেই বিজ্ঞাপন দেখানো হয়।

সংস্থার তরফ থেকে তাদের প্ল্যাটফর্মে যে সকল বিজ্ঞাপন দেখানো হয় সেগুলি আবার বেশ লম্বা চওড়া। যে কারণে ওই সকল বিজ্ঞাপন দেখে অনেকটাই সময় নষ্ট হয়। সংস্থার তরফ থেকে ব্যবহারকারীদের এই সময় নষ্ট হওয়ার বিষয়টির উপর নজর রেখে এবার সাবস্ক্রিপশন প্ল্যান (JioCinema Subscription Plans) আনা হলো। যে প্ল্যানের পিছনে গ্রাহকদের খুব বেশি খরচ করতে হবে না আবার বিজ্ঞাপন ছাড়া সবকিছু দেখাও যাবে।

আরও পড়ুন 👉 BSNL Recharge Offer: Jio, Airtel-এর দিন শেষ! এবার BSNL দিচ্ছে ২০০ কমে টাকায় ৭০ দিন ভ্যালিডিটি, প্রতিদিন ২ জিবি ডেটা

সংস্থার তরফ থেকে আগামী ২৫ এপ্রিল থেকে সাবস্ক্রিপশন প্ল্যান চালু হয়েছে। তবে সাবস্ক্রিপশন প্ল্যান রিচার্জ না করলেও গ্রাহকরা ওটিটি প্ল্যাটফর্ম JioCinema দেখা থেকে বঞ্চিত হবেন এমনটা নয়। কিন্তু বিজ্ঞাপন ছাড়া দেখার জন্য সাবস্ক্রিপশন প্ল্যান নিতে হবে। আর এই সাবস্ক্রিপশন প্ল্যানে এখন দিনে এক টাকারও কম খরচ হবে। কেননা সংস্থার তরফ থেকে সাবস্ক্রিপশন প্ল্যানের পিছনে বিরাট ছাড় দেওয়া হচ্ছে।

সংস্থার তরফ থেকে দুটি সাবস্ক্রিপশন প্ল্যান আনা হয়েছে। একটি হলো ৫৯ টাকার, যেটি এখন পাওয়া যাবে মাত্র ২৯ টাকায়। এতে একটি ডিভাইসে প্ল্যান ব্যবহার করা যাবে। অন্যটি হলো ১৪৯ টাকার, এখন পাওয়া যাবে ৮৯ টাকায়। এতে মোট চারটি ডিভাইসে প্ল্যান ব্যবহার করা যাবে। এই সকল প্ল্যান রিচার্জ করার জন্য ব্যবহারকারীদের https://www.jiocinema.com/subscription/plans ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে নিজের মোবাইল নম্বর দিয়ে লগইন করে রিচার্জ করতে হবে।