BSNL Recharge Offer: Jio, Airtel-এর দিন শেষ! এবার BSNL দিচ্ছে ২০০ কমে টাকায় ৭০ দিন ভ্যালিডিটি, প্রতিদিন ২ জিবি ডেটা

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে চারটি টেলিকম সংস্থা ব্যবসা করলেও তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কমতি নেই। এই প্রতিদ্বন্দিতার দৌলতেই প্রতিদিনই টেলিকম সংস্থাগুলির নতুন নতুন অফার দিচ্ছে তাদের গ্রাহকদের। প্রতিযোগিতার বাজারে Jio এবং Airtel অনেক এগিয়ে থাকলেও এবার তাদের ঘুম কেড়ে নিতে নতুন একটি রিচার্জ প্ল্যান নিয়ে এলো BSNL।

বাজারে যে সকল টেলিকম সংস্থা রয়েছে তাদের মধ্যে অফারের জন্য সেরা হিসাবে সব সময় বিবেচিত হয়ে থাকে Jio। তবে ইদানিং কালে কম যাচ্ছেনা Airtel-ও। আবার এই তালিকায় এবার যেভাবে BSNL ঝাঁপিয়ে পড়ল তাও নজিরবিহীন। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটির তরফ থেকে এবার এমন একটি রিচার্জ প্ল্যান লঞ্চ করা হলো, যেটির পিছনে খরচ করতে হবে ২০০ টাকার কম, অথচ পাওয়া যাবে ৭০ দিন ভ্যালিডিটি এবং প্রতিদিন ২ জিবি ডেটা।

নতুন এই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকদের খরচ অনেকটাই কমে যাবে। কেননা এখনো দেশে বহু গ্রাহক রয়েছেন যারা BSNL সিমকার্ড দ্বিতীয় সিমকার্ড হিসেবে ব্যবহার করে থাকেন। অধিকাংশ গ্রাহকরাই বিএসএনএলের ভ্যালিডিটি টিকিয়ে রাখার জন্য মাসে মাসে রিচার্জ করেন। কিন্তু এবার এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে একদিকে যেমন ২ মাস ১০ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে ঠিক সেই রকমই আবার অন্যান্য বিভিন্ন সুবিধাও পাওয়া যাবে।

আরও পড়ুন 👉 BSNL Extra Validity: রাতের ঘুম উড়ল জিও, এয়ারটেলের! এবার এই রিচার্জ প্ল্যানে ৫০ দিন বাড়তি ভ্যালিডিটি দিচ্ছে BSNL

বিএসএনএলের যে রিচার্জ প্ল্যানটির কথা বলা হচ্ছে সেটি হল ১৯৭ টাকা। ১৯৭ টাকা রিচার্জ করলে গ্রাহকরা ৭০ দিনের ভ্যালিডিটি পাওয়ার পাশাপাশি পাবেন যেকোনো নেটওয়ার্কের আনলিমিটেড কথা বলার সুযোগ। এর পাশাপাশি রয়েছে প্রতিদিন ২ জিবি করে হাইস্পিড ডেটা। পাশাপাশি দেওয়া হচ্ছে প্রতিদিন ১০০ টি করে এসএমএসের সুবিধা। তবে এই রিচার্জ করলে এই সকল অফার গ্রাহকরা পাবেন প্রথম ১৫ দিনের জন্য।

প্রথম ১৫ দিনের পর বাকি যে দিনগুলি বাকি থাকবে সেইগুলির জন্য লোকাল কলের পিছনে খরচ হবে প্রতি মিনিটে ১ টাকা, এসটিডি কলের জন্য খরচ হবে প্রতি মিনিটে ১.৩০ টাকা, ভিডিও কল করা হলে লোকাল ও এসটিডি দুয়ের জন্য খরচ হবে প্রতি মিনিটে ২ টাকা, লোকাল এসএমএসের জন্য প্রতি এসএমএস পিছু খরচ হবে ৮০ পয়সা, ন্যাশনাল এসএমএসের জন্য খরচ হবে ১.২০ টাকা এবং ইন্টারন্যাশনাল এসএমএসের জন্য খরচ হবে এসএমএস প্রতি ৬ টাকা। অন্যদিকে ১৫ দিনের পর ডেটা ব্যবহারের ক্ষেত্রে খরচ হবে প্রতি এমবিতে ২৫ পয়সা।