BSNL Extra Validity: রাতের ঘুম উড়ল জিও, এয়ারটেলের! এবার এই রিচার্জ প্ল্যানে ৫০ দিন বাড়তি ভ্যালিডিটি দিচ্ছে BSNL

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের কোটি কোটি মানুষের হাতে পৌঁছে গিয়েছে মোবাইল ফোন। এই সকল কোটি কোটি মানুষদের কেউ কেউ স্মার্টফোন ব্যবহার করে থাকেন আবার কেউ কেউ ব্যবহার করেন ফিচার ফোন। যদিও তুলনা করলে দেখা যাবে অধিকাংশ মানুষের হাতেই পৌঁছে গিয়েছে স্মার্টফোন।

অধিকাংশ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে যাওয়ার ফলে এখন সেই সকল টেলিকম সংস্থাগুলির রমরমা বাজার যাদের কাছে রয়েছে উন্নতমানের প্রযুক্তি। উন্নতমানের প্রযুক্তি অর্থাৎ 4G এবং 5G পরিষেবা থাকার ফলে দেশের অধিকাংশ গ্রাহকদের কাছে এখন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়ে দাঁড়িয়েছে জিও এবং এয়ারটেল। প্রযুক্তি ছাড়াও এই দুই টেলিকম সংস্থার তরফ থেকে গ্রাহকদের সস্তায় নতুন নতুন প্ল্যান উপহার দেওয়া হচ্ছে।

তবে এবার রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL এমন প্রতিযোগিতায় টিকে থাকতে এমন একটি অফার গ্রাহকদের দেওয়া শুরু করলো যা রীতিমতো রাতের ঘুম উড়াতে পারে এয়ারটেল ও জিওর বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কেননা বিএসএনএল এবার তাদের দুটি রিচার্জ প্ল্যানের সঙ্গে বাড়তি ভ্যালিডিটি (BSNL Extra Validity) দেওয়ার ঘোষণা করলো। আবার ওই দুটি রিচার্জ প্ল্যানের মধ্যে একটিতে পুরো ৫০ দিন বাড়তি ভ্যালিডিটি দেওয়ার ঘোষণা করা হয়েছে। যে দুটি রিচার্জ প্ল্যানের কথা বলা হচ্ছে সেই দুটি রিচার্জ প্ল্যান হলো ৬৯৯ টাকা এবং ৯৯৯ টাকার।

আরও পড়ুন 👉 Jio Recharge Plan: এক রিচার্জে অফুরন্ত ডেটা, আনলিমিটেড কল, সঙ্গে Amazon Prime! সস্তায় নতুন প্ল্যান আনল জিও

৬৯৯ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করলে আগে গ্রাহকরা প্রতিদিন ৫০০ এমবি ডেটা, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস পেতেন। এই রিচার্জ প্ল্যানের সঙ্গে আগে ১০০ দিন ভ্যালিডিটি দেওয়া হতো। কিন্তু এখন এই রিচার্জ প্ল্যানটিতে ৫০ দিন বাড়তি ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। যার কারনে এখন গ্রাহকরা পুরো ১৫০ দিন অর্থাৎ ৫ মাস ভ্যালিডিটি পাচ্ছেন। যাদের কম ডেটা খরচ হয় তাদের জন্য এই রিচার্জ প্ল্যানের বিকল্প কোনো রিচার্জ প্ল্যান অন্য কোন টেলিকম সংস্থা আনতে পারেনি।

একইভাবে ৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে আগে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কের আনলিমিটেড কথা বলার সুযোগ পেতেন। এই রিচার্জ প্ল্যান ব্যবহার করলে গ্রাহকরা আগে ২০০ দিন ভ্যালিডিটি পেতেন। এখন সমস্ত সুবিধা একি রেখেও বাড়তি ১৫ দিন ভ্যালিডিটি দেওয়ার ঘোষণা করা হয়েছে। ফলে এখন গ্রাহকরা ২১৫ দিন ভ্যালিডিটি পাবেন।